Ajker Patrika

মিরপুরে বেপরোয়া বাসের ধাক্কায় আহত ৪ 

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ৩৩
মিরপুরে বেপরোয়া বাসের ধাক্কায় আহত ৪ 

রাজধানীর মিরপুরে ঢাকা এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার আরোহী-চালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর সনি সিনেমা হল থেকে ১০ নম্বর গোল চত্বরের দিকে যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস বাসটি। ওই সময় অটোরিকশাটি রূপনগর থেকে আসা ফিডার রোড থেকে বের হয়ে ইউটার্নের ফাঁকা স্থানটি ব্যবহার করে মিরপুর-১-এর দিকে ঘুরছিল। এ সময় দ্রুতগামী বাসটি এসে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। 

ঢাকা এক্সপ্রেসের ব্যানারে চলা বাসটি অটোরিকশার আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করে পুলিশ। তবে বাসটির চালক ও সহযোগী পালিয়ে যান। 

এদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আরিফ নামের একজন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত