Ajker Patrika

‘বৃষ্টির পেটে’ মিরপুর টেস্টের তৃতীয় দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বৃষ্টির পেটে’ মিরপুর টেস্টের তৃতীয় দিন

মিরপুর টেস্টে কি তবে কুনজর পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের! প্রথম দিন চা বিরতির পর খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন মোটে ৬.২ ওভার খেলা হয়েছে। আর আজ তৃতীয় দিনের পুরোটাই গিলে নিল বৃষ্টি। 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গত রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি এখনো না থামায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। মোট ৯৮ ওভার হবে এ দিন। 

প্রথম দিন চটের কাভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিন থেকেই তেরপলের কাভারে পিচ ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। গতকাল দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ সংশ্লিষ্টরা মাঠে গেলেও আবহাওয়ার পূর্বাভাস জেনে আজ সবাইকে হোটেলেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। 

আজ সোমবার তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে চা বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। কল্পনাবিলাসী আবহাওয়ায় সাকিব আল হাসান-বাবর আজমরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলেছেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।  

গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।  

আগামীকাল থেকে বল যদি মাঠে গড়ায়ও, তবু ম্যাচটা যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে; সেটি না বললেও চলে। সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত