Ajker Patrika

মিরপুরে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন দিয়াবাড়ি রোড মাজার বেষ্টনী মার্কেটের পাশে কাঁচামাল ও ফলের আড়তের সামনে চাঁদাবাজি করার অভিযোগ পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। 

গ্রেপ্তাররা হলেন-রমজান (২৮), ঝন্টু (৩৫), আবু সাঈদ (২৮), আলমগীর হোসেন (৩৮), জুয়েল হাওলাদার (২৯) ও মেহেদী হাসান (২০)।

 র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার এএসপি মাযহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন,  মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন দিয়াবাড়ি রোড মাজার বেষ্টনী মার্কেটের পাশে কাঁচামাল ও ফলের আড়তের সামনে চাঁদাবাজি করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় সাত হাজার টাকা এবং চাঁদাবাজিতে ব্যবহৃত পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়। 

অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত র‍্যাব-৪–এর কোম্পানি কমান্ডার-১ মেজর কামরুল হোসেন সন্ধ্যায় বলেন, সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি তালিকা পেয়েছি। তাঁদের গ্রেপ্তারেও অভিযান চলছে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে শাহ আলী থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত