Ajker Patrika

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১২

মিরপুর (ঢাকা) প্রতিবেদক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২২: ১৩
বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১২

রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকসহ ১২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গতকাল বেলা সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর মডেল এবং দারুস সালাম থানাধীন এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে র‍্যাব-৪। এ সময় ১৯ কেজি গাঁজা, ৩ হাজার ৫৯০টি ইয়াবা বড়ি, ১৯ বোতল বিদেশি মদ, ৬ ক্যান বিয়ার এবং ১৩টি মোবাইল সেটসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অলি গাজী (৩২), মো. স্বপন খাঁ (৩৬), মো. আরমান (৩৩), মো. পাপ্পু (২৬), মো. আব্দুল করিম (২০), মো. শাহরুক (২০), মো. গিয়াস উদ্দিন (২৮), সৈয়দ হোসেন (২৮), ননি জীবন চাকমা (৪০), শফিকুল ইসলাম ইমরান (২৩), মো. পাভেল (২৫), মো. আলমগীর (২২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন ধরে পারস্পরিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত