নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আজও দিনভর বৃষ্টি অব্যাহত থাকবে।
বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ড ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। তবু মাঠের নানা জায়গায় জমেছে পানি। প্রতিকূল অবস্থায় বাংলাদেশ-পাকিস্তান শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা যে মাঠে গড়াচ্ছে না, সেটি জেনে মাঠেই আসেনি দুই দল। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। সাকিব আল হাসান-বাবর আজমরা দুপুরের খাবার কিছুক্ষণের মধ্যেই হয়তো খেয়ে নেবেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ও শেষ টেস্টের শুরু থেকেই হানা দিয়েছে বৃষ্টি। প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে ৫৭ ওভার। দ্বিতীয় দিনে থেমে থেমে চলা বৃষ্টিতে মাঠে গড়াতে পারে মাত্র ৬.২ ওভার। আর আজ বল মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আজও দিনভর বৃষ্টি অব্যাহত থাকবে।
বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ড ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। তবু মাঠের নানা জায়গায় জমেছে পানি। প্রতিকূল অবস্থায় বাংলাদেশ-পাকিস্তান শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা যে মাঠে গড়াচ্ছে না, সেটি জেনে মাঠেই আসেনি দুই দল। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। সাকিব আল হাসান-বাবর আজমরা দুপুরের খাবার কিছুক্ষণের মধ্যেই হয়তো খেয়ে নেবেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ও শেষ টেস্টের শুরু থেকেই হানা দিয়েছে বৃষ্টি। প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে ৫৭ ওভার। দ্বিতীয় দিনে থেমে থেমে চলা বৃষ্টিতে মাঠে গড়াতে পারে মাত্র ৬.২ ওভার। আর আজ বল মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১৩ ঘণ্টা আগে