Ajker Patrika

মৃত্যুর আগে স্বীকৃতি চান তালিমুদ্দিন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
মৃত্যুর আগে স্বীকৃতি চান তালিমুদ্দিন

বিজয়ের ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি তালিমুদ্দিন ফকিরের (৭০)। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এ বাসিন্দা মাতৃভূমি রক্ষায় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু রণাঙ্গনের এই যোদ্ধা মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান।

তালিমুদ্দিন বলেন, ‘অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কাজ হয়নি। স্বীকৃতি পাওয়ার আগ্রহ নষ্ট হয়ে গেছে।’ তিনি বলেন, ‘১৯৭১ সালের ৪ অক্টোবর ভারতে করুইগাছি ইয়ুথ ক্যাম্পের অধিনায়কের নাম ছিল দত্ত। ক্যাম্পে চারজন অধিনায়ক ছিলেন। তাঁর মধ্যে ভেড়ামারার লাল মিয়ার ছেলে খোকন সাহেব ছিলেন সহকারী অধিনায়ক। তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন গোয়েন্দা হিসেবে মিরপুর উপজেলার বিভিন্ন জায়গার খোঁজ-খবর আদান-প্রদান করার। এ জন্য আমি এক সপ্তাহ এলাকায় থাকতাম। আরেক সপ্তাহ ক্যাম্পে থাকতাম। যুদ্ধ শেষে অস্ত্র জমা দিই কুষ্টিয়ার পুলিশ লাইনে।’

তালিমুদ্দিন জানান, তাঁর এখন একটাই আশা, মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কবরে যাওয়ার। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘মাতৃভূমি রক্ষায় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। জীবন চলে গেলেও অন্যায়ের সঙ্গে মাথা নত করব না।’

ধুবইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আকুব্বার আলী বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করেছি তালিমুদ্দিনের নাম।’

মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম বলেন, ‘তালিমুদ্দিনের আবেদন যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেই বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হবেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত