Ajker Patrika

মশক নিধনের মেশিনে ঝলসে গেল ২ শিশু

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ১৬
মশক নিধনের মেশিনে ঝলসে গেল ২ শিশু

রাজধানী মিরপুর পল্লবীর ১২ নম্বর উত্তর সিটি করপোরেশনের মশা মারার (ফগার মেশিন) মেশিনের আগুনে দুই শিশুর মুখ ঝলসে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় পল্লবীর বেগুন টিলার পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

আহত দুই শিশুর মধ্যে একজনের নাম সোহান (৭)। অন্যজনের নাম জানা যায়নি।  

সোহানের বাবা জুয়েল জানান, ‘সন্ধ্যার দিকে ২ নম্বর ওয়ার্ডের মশক নিধনকর্মী আনোয়ার মশার ওষুধ দিচ্ছিলেন। এ সময় আশপাশে অনেক বাচ্চা দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে মেশিনে জোরে চাপ দিলে সেখান থেকে নির্গত আগুনের তাপ সরাসরি আমার ছেলে ও অন্য আরেক বাচ্চার মুখে ও শরীরের বিভিন্ন অংশে লাগে। এতে তারা দুজন ঝলসে যায়। পরে দুজনকে আমরা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। আমার ছেলের চেহারা পুরোপুরি ঝলসে গেছে। অন্য বাচ্চার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর মশক নিধনকর্মী আনোয়ার পালিয়ে গেছেন।’

এ ব্যাপারে ডিএনসিসির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। এলাকাটি বস্তি আর ঘনবসতি। হয়তো অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। 

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘শিশু দুটির পরিবার আমার কাছে এসেছিল। তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব। আর মশক নিধনকর্মী কে ছিল তা জানার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত