আমি কী খাব বলাতে ছেলেরা মারে: শতবর্ষী মায়ের আর্তনাদ
হাপিরুন নেছার বয়স ১০৪ বছর। চলতে-ফিরতে না পারায় সব সময় বিছানায় শুয়ে থাকতে হয় তাঁকে। ১৫ দিন করে ছেলেদের বাসায় থাকেন তিনি। খাবার খেয়ে উঠে মায়ের খোঁজ না নিয়ে চলে যাচ্ছিলেন ছেলেরা। এ সময় হাপিরুন তাঁদের বলেন, ‘তোরা খেয়ে নিলি, আমি কি এখন ছাই খাব?’ এ কথা বলতেই হাপিরুনকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে