Ajker Patrika

‘ছেলেকে মারধরের কারণ জানতে চাওয়ায়’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

গোপালগঞ্জ প্রতিনিধি
‘ছেলেকে মারধরের কারণ জানতে চাওয়ায়’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

গোপালগঞ্জে ছেলেকে মারধরের কারণ জানতে চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম রঞ্জিত রায় (৭০)। গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের বড় ছেলের বাবু রায় বলেন, ‘রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। মানুষের উপস্থিতি টের পেয়ে টর্চ লাইট জ্বালাই দেখার জন্য। লাইট জ্বালিয়ে দেখতে পাই গ্রামের চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি মিল্টন খানকে। টর্চ লাইট জ্বালালে মিল্টন ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারপিট করে। বিষয়টি বাড়িতে গিয়ে বাবা ও ভাইদের জানাই। পরে রাত ৯টার দিকে বাবা, আমাকে ও আমার দুই ভাইকে নিয়ে মারপিটের কারণ শুনতে যান। তখন বাবাকে পিটিয়ে মারাত্মক আহত করে মিল্টন ও তাঁর ভাই শিপন খানসহ ৬-৭ জন।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে আমার ছোট ভাই ঝন্টুর মাথায় কোপ মারে হামলাকারীরা। ঠেকাতে গেলে আমার হাতেও কোপ লাগে। তখন ঘটনাস্থলে আমার স্ত্রী যায়। আমার স্ত্রী ও ভাই মিন্টু রায়ও আহত হয়েছেন।’ 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত রায়কে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত