গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ছেলেকে মারধরের কারণ জানতে চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম রঞ্জিত রায় (৭০)। গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলের বাবু রায় বলেন, ‘রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। মানুষের উপস্থিতি টের পেয়ে টর্চ লাইট জ্বালাই দেখার জন্য। লাইট জ্বালিয়ে দেখতে পাই গ্রামের চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি মিল্টন খানকে। টর্চ লাইট জ্বালালে মিল্টন ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারপিট করে। বিষয়টি বাড়িতে গিয়ে বাবা ও ভাইদের জানাই। পরে রাত ৯টার দিকে বাবা, আমাকে ও আমার দুই ভাইকে নিয়ে মারপিটের কারণ শুনতে যান। তখন বাবাকে পিটিয়ে মারাত্মক আহত করে মিল্টন ও তাঁর ভাই শিপন খানসহ ৬-৭ জন।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে আমার ছোট ভাই ঝন্টুর মাথায় কোপ মারে হামলাকারীরা। ঠেকাতে গেলে আমার হাতেও কোপ লাগে। তখন ঘটনাস্থলে আমার স্ত্রী যায়। আমার স্ত্রী ও ভাই মিন্টু রায়ও আহত হয়েছেন।’
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত রায়কে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
গোপালগঞ্জে ছেলেকে মারধরের কারণ জানতে চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম রঞ্জিত রায় (৭০)। গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলের বাবু রায় বলেন, ‘রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। মানুষের উপস্থিতি টের পেয়ে টর্চ লাইট জ্বালাই দেখার জন্য। লাইট জ্বালিয়ে দেখতে পাই গ্রামের চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি মিল্টন খানকে। টর্চ লাইট জ্বালালে মিল্টন ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারপিট করে। বিষয়টি বাড়িতে গিয়ে বাবা ও ভাইদের জানাই। পরে রাত ৯টার দিকে বাবা, আমাকে ও আমার দুই ভাইকে নিয়ে মারপিটের কারণ শুনতে যান। তখন বাবাকে পিটিয়ে মারাত্মক আহত করে মিল্টন ও তাঁর ভাই শিপন খানসহ ৬-৭ জন।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে আমার ছোট ভাই ঝন্টুর মাথায় কোপ মারে হামলাকারীরা। ঠেকাতে গেলে আমার হাতেও কোপ লাগে। তখন ঘটনাস্থলে আমার স্ত্রী যায়। আমার স্ত্রী ও ভাই মিন্টু রায়ও আহত হয়েছেন।’
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত রায়কে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
৩৪ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে