আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে (১০) লাঠিদিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের দাদা শেখ মঞ্জুরুল আলম ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আহত নাফিজ উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ শামীমের ছেলে।
অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নাফিজ। শেখ রাসেলের জন্মদিন উদযাপনের জন্য গতকাল বুধবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে যায় সে। বিদ্যালয় চলাকালীন রতন বসাক নামের সহকারী শিক্ষক তাকে লাঠি দিয়ে বাম হাত, হাঁটুর নিচে এবং বাম চোখে ঘুষি মারেন।
এরপর নাফিজ বাড়ি ফিরে এলে তার শরীরে প্রচন্ড জ্বর আসে। ঘটনাটি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগকারী শেখ মঞ্জুরুল আলম বলেন, ‘আমার নাতি নাফিজকে বেধরক মারপিট করাই রতন শিক্ষকের বিচার চাই।’
অভিযুক্ত শিক্ষক রতন বসাক বলেন, ‘শেখ রাসেল দিবসে বেলুন ফাটানোসহ দুষ্টুমি করাই একটু শাসন করা হয়েছে।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন দেওয়া হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার আদমদীঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে (১০) লাঠিদিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের দাদা শেখ মঞ্জুরুল আলম ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আহত নাফিজ উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ শামীমের ছেলে।
অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নাফিজ। শেখ রাসেলের জন্মদিন উদযাপনের জন্য গতকাল বুধবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে যায় সে। বিদ্যালয় চলাকালীন রতন বসাক নামের সহকারী শিক্ষক তাকে লাঠি দিয়ে বাম হাত, হাঁটুর নিচে এবং বাম চোখে ঘুষি মারেন।
এরপর নাফিজ বাড়ি ফিরে এলে তার শরীরে প্রচন্ড জ্বর আসে। ঘটনাটি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগকারী শেখ মঞ্জুরুল আলম বলেন, ‘আমার নাতি নাফিজকে বেধরক মারপিট করাই রতন শিক্ষকের বিচার চাই।’
অভিযুক্ত শিক্ষক রতন বসাক বলেন, ‘শেখ রাসেল দিবসে বেলুন ফাটানোসহ দুষ্টুমি করাই একটু শাসন করা হয়েছে।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন দেওয়া হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন এ রাডার স্টেশনের মাধ্যমে মেঘের অবস্থান, গতি, দিক, তাপমাত্রা জানা ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। রেড জোনে অবস্থিত রংপুরে ভূমিকম্প, বড় ধরনের বন্যা ও আগাম বৃষ্টিপাতের তথ্য দেওয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। রংপুরের আবহাওয়ার অবস্থা...
১৭ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে পৃথক দুটি দুর্ঘটনায় একজন গ্যারেজ মিস্ত্রি ও একজন কাঁচামাল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে অল্প সময়ের ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডিবি ৮৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল কাশেম পাপ্পুকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
১ ঘণ্টা আগে