নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভারটেকিংয়ের সময় রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ঘষায় একই পরিবহনের অপর একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায় ৷ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনায় লুকিং গ্লাস ভেঙে যাওয়া বাসের স্টাফরা এসে অপর বাসের চালককে মারধর করেন। এতে অসুস্থ হয়ে চালক রাসেল (৩২) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার পরে মারধরের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা নেওয়া হচ্ছে। আর ঘটনার সময় মারধরে যিনি বেশি ভূমিকা রেখেছিলেন, তাঁকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আপাতত তাঁর নাম বলছি না। আরও যাঁরা দোষী, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
নিহত চালকের ছোট ভাই মো. বাদশা বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ এখনো পোস্টমর্টেম হয়নি। এটা সম্পন্ন হলে তাঁকে আমরা গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে দাফন করব ৷ এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।’
তিনি অভিযোগ করেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে বাসে থাকা অবস্থায় লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চালকের স্থানে বসা অবস্থায় ভাইকে মারধর করেন অন্য বাসের স্টাফরা। এতে অসুস্থ হয়ে পড়েন আমার ভাই। মারধরের পরে আমার ভাই অসুস্থ শরীর নিয়ে রায়েরবাজারের ভাড়া বাসায় চলে যান। বাসায় ফিরে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি ৷ কিছুক্ষণ পর ডাক্তার ভাইকে মৃত ঘোষণা করেন।’
নিহত বাসচালক রাসেলের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ শাওলা গ্রামে। তাঁর বাবা মৃত আব্দুল হাকিম মাতব্বর। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেটের পাশে একটি বাসায় স্ত্রী নাজু ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সম্পন্ন হলে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।
অভারটেকিংয়ের সময় রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ঘষায় একই পরিবহনের অপর একটি বাসের লুকিং গ্লাস ভেঙে যায় ৷ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনায় লুকিং গ্লাস ভেঙে যাওয়া বাসের স্টাফরা এসে অপর বাসের চালককে মারধর করেন। এতে অসুস্থ হয়ে চালক রাসেল (৩২) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার পরে মারধরের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা নেওয়া হচ্ছে। আর ঘটনার সময় মারধরে যিনি বেশি ভূমিকা রেখেছিলেন, তাঁকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আপাতত তাঁর নাম বলছি না। আরও যাঁরা দোষী, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
নিহত চালকের ছোট ভাই মো. বাদশা বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ এখনো পোস্টমর্টেম হয়নি। এটা সম্পন্ন হলে তাঁকে আমরা গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে দাফন করব ৷ এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।’
তিনি অভিযোগ করেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে বাসে থাকা অবস্থায় লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চালকের স্থানে বসা অবস্থায় ভাইকে মারধর করেন অন্য বাসের স্টাফরা। এতে অসুস্থ হয়ে পড়েন আমার ভাই। মারধরের পরে আমার ভাই অসুস্থ শরীর নিয়ে রায়েরবাজারের ভাড়া বাসায় চলে যান। বাসায় ফিরে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি ৷ কিছুক্ষণ পর ডাক্তার ভাইকে মৃত ঘোষণা করেন।’
নিহত বাসচালক রাসেলের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ শাওলা গ্রামে। তাঁর বাবা মৃত আব্দুল হাকিম মাতব্বর। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেটের পাশে একটি বাসায় স্ত্রী নাজু ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সম্পন্ন হলে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে