ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অস্ত্রের মুখে এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার সময় তিন ব্যক্তিকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে সহপাঠী ও স্থানীয়রা। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আজ সোমবার সকালে ফরিদপুর শহরতলির কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশে সোপর্দ করা তিন ব্যক্তি হলেন মামুন মিয়া, সাদ্দাম হোসেন ও আলমগীর হোসেন। তাঁদের মধ্যে দুজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় বিধান পোদ্দার নামে ঘটনার মূল পরিকল্পনাকারী পালিয়ে যান বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধান পোদ্দার দীর্ঘদিন ধরে ওই স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার ওই ছাত্রী এসএসসির মূল্যায়ন পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। মাইক্রোবাস নিয়ে স্কুলের পাশেই অবস্থান করছিলেন বিধানসহ তিন-চার যুবক। এ সময় ওই ছাত্রীকে জোর করে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন তাঁরা। ওই ছাত্রী চিৎকার শুরু করলে সহপাঠী ও স্থানীয়রা গিয়ে তাদের মারধরের পর পুলিশে সোপর্দ করে। পরে উপস্থিত উত্তেজিত লোকজন মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।ওই ছাত্রীর বাবা বলেন, ‘বিধান আমার মেয়েকে আগেও উত্ত্যক্ত করেছে। বিষয়টি তার মুরব্বিদের জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আজ তারা আমার মেয়েকে অপহরণের চেষ্টা করে। আমি তাদের শাস্তি চাই।’
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৯টায় ওই মেয়েসহ চার-পাঁচজন ছাত্রী স্কুলে আসছিল। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলতে যায়। তখন সঙ্গে থাকা তিনজন মেয়ে ও একজন ছেলে তাতে বাধা দেয়। এ সময় অপহরণকারীরা অন্য শিক্ষার্থীদের পিস্তল দেখিয়ে ভয় দেখায়। তখন স্থানীয়রা ধাওয়া করে ধরে তিনজনকে পিটুনি দেয়। পরে আমি ত্রিপল নাইনে কল দিলে প্রশাসনের লোকজন চলে আসে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি ১৪-১৫ বছর ধরে এই স্কুলে আছি। কিন্তু এ ধরনের ঘটনা কখনো ঘটতে দেখিনি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান প্রতিষ্ঠানটির সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে নিয়মিত পুলিশ টহলের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল জরুরি সভা ডেকেছি। সে সভা থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। ওই ছাত্রীর অভিভাবককে নিয়ে থানায় মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের একটি টিম সেখানে গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে। এর মধ্যে মারধরের শিকার দুজন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মেয়ের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।’
ফরিদপুরে অস্ত্রের মুখে এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার সময় তিন ব্যক্তিকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে সহপাঠী ও স্থানীয়রা। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আজ সোমবার সকালে ফরিদপুর শহরতলির কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশে সোপর্দ করা তিন ব্যক্তি হলেন মামুন মিয়া, সাদ্দাম হোসেন ও আলমগীর হোসেন। তাঁদের মধ্যে দুজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় বিধান পোদ্দার নামে ঘটনার মূল পরিকল্পনাকারী পালিয়ে যান বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধান পোদ্দার দীর্ঘদিন ধরে ওই স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার ওই ছাত্রী এসএসসির মূল্যায়ন পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। মাইক্রোবাস নিয়ে স্কুলের পাশেই অবস্থান করছিলেন বিধানসহ তিন-চার যুবক। এ সময় ওই ছাত্রীকে জোর করে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন তাঁরা। ওই ছাত্রী চিৎকার শুরু করলে সহপাঠী ও স্থানীয়রা গিয়ে তাদের মারধরের পর পুলিশে সোপর্দ করে। পরে উপস্থিত উত্তেজিত লোকজন মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।ওই ছাত্রীর বাবা বলেন, ‘বিধান আমার মেয়েকে আগেও উত্ত্যক্ত করেছে। বিষয়টি তার মুরব্বিদের জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আজ তারা আমার মেয়েকে অপহরণের চেষ্টা করে। আমি তাদের শাস্তি চাই।’
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৯টায় ওই মেয়েসহ চার-পাঁচজন ছাত্রী স্কুলে আসছিল। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলতে যায়। তখন সঙ্গে থাকা তিনজন মেয়ে ও একজন ছেলে তাতে বাধা দেয়। এ সময় অপহরণকারীরা অন্য শিক্ষার্থীদের পিস্তল দেখিয়ে ভয় দেখায়। তখন স্থানীয়রা ধাওয়া করে ধরে তিনজনকে পিটুনি দেয়। পরে আমি ত্রিপল নাইনে কল দিলে প্রশাসনের লোকজন চলে আসে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি ১৪-১৫ বছর ধরে এই স্কুলে আছি। কিন্তু এ ধরনের ঘটনা কখনো ঘটতে দেখিনি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান প্রতিষ্ঠানটির সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে নিয়মিত পুলিশ টহলের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল জরুরি সভা ডেকেছি। সে সভা থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। ওই ছাত্রীর অভিভাবককে নিয়ে থানায় মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের একটি টিম সেখানে গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে। এর মধ্যে মারধরের শিকার দুজন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মেয়ের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।’
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে