মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে মো. আল আমিন (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের মামারঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে। এদিকে আল আমিনের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. আল আমিন। সেই ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগলে বখাটে হেলাল ভূঁইয়ার (২৪) সঙ্গে ভ্যানচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানচালক আল আমিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন হেলাল। তাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হেলাল। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ কুমার দাশ তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যানচালক আল আমিন ঘটনাস্থলেই মারা যান। মৃত অবস্থায়ই তাঁকে হাসপাতালে আনা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। এ ছাড়া হাসপাতালে ছুটে যান মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবক হেলালের কিল-ঘুষিতে মারা গেছেন ভ্যান চালক আল আমিন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে হত্যাকারী হেলালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মুশফিকুর রহমান তুষার আরও বলেন, নিহত আল আমিন শহরতলির মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দরিদ্র ভ্যানচালক আল আমিনের স্ত্রী ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
অভিযুক্ত বখাটে হেলাল ভূঁইয়া মোংলা বন্দর পারাপার সমবায় সমিতির সভাপতি শহীদুল ভূঁইয়ার মেজ ছেলে।
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, শহীদুল ভূঁইয়ার ছেলে হেলাল ভূঁইয়া একজন বখাটে ও মাদকসেবী। ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগায় ভ্যানচালক আল আমিনকে কিলঘুষি মেরে হত্যা করেছেন তিনি। আমরা এ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি। আজকের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরের সব রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে মো. আল আমিন (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের মামারঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে। এদিকে আল আমিনের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. আল আমিন। সেই ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগলে বখাটে হেলাল ভূঁইয়ার (২৪) সঙ্গে ভ্যানচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানচালক আল আমিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন হেলাল। তাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হেলাল। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ কুমার দাশ তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যানচালক আল আমিন ঘটনাস্থলেই মারা যান। মৃত অবস্থায়ই তাঁকে হাসপাতালে আনা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। এ ছাড়া হাসপাতালে ছুটে যান মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবক হেলালের কিল-ঘুষিতে মারা গেছেন ভ্যান চালক আল আমিন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে হত্যাকারী হেলালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মুশফিকুর রহমান তুষার আরও বলেন, নিহত আল আমিন শহরতলির মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দরিদ্র ভ্যানচালক আল আমিনের স্ত্রী ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
অভিযুক্ত বখাটে হেলাল ভূঁইয়া মোংলা বন্দর পারাপার সমবায় সমিতির সভাপতি শহীদুল ভূঁইয়ার মেজ ছেলে।
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, শহীদুল ভূঁইয়ার ছেলে হেলাল ভূঁইয়া একজন বখাটে ও মাদকসেবী। ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগায় ভ্যানচালক আল আমিনকে কিলঘুষি মেরে হত্যা করেছেন তিনি। আমরা এ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি। আজকের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরের সব রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
কিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
১ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৭ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
১১ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
১৫ মিনিট আগে