Ajker Patrika

মোংলায় বখাটের কিল-ঘুষিতে প্রাণ গেল ভ্যানচালকের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় বখাটের কিল-ঘুষিতে প্রাণ গেল ভ্যানচালকের

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকের উপর্যুপরি কিল-ঘুষিতে মো. আল আমিন (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের মামারঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে। এদিকে আল আমিনের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. আল আমিন। সেই ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগলে বখাটে হেলাল ভূঁইয়ার (২৪) সঙ্গে ভ্যানচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানচালক আল আমিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন হেলাল। তাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হেলাল। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ কুমার দাশ তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যানচালক আল আমিন ঘটনাস্থলেই মারা যান। মৃত অবস্থায়ই তাঁকে হাসপাতালে আনা হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। এ ছাড়া হাসপাতালে ছুটে যান মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবক হেলালের কিল-ঘুষিতে মারা গেছেন ভ্যান চালক আল আমিন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে হত্যাকারী হেলালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মুশফিকুর রহমান তুষার আরও বলেন, নিহত আল আমিন শহরতলির মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দরিদ্র ভ্যানচালক আল আমিনের স্ত্রী ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

অভিযুক্ত বখাটে হেলাল ভূঁইয়া মোংলা বন্দর পারাপার সমবায় সমিতির সভাপতি শহীদুল ভূঁইয়ার মেজ ছেলে।

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, শহীদুল ভূঁইয়ার ছেলে হেলাল ভূঁইয়া একজন বখাটে ও মাদকসেবী। ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লাগায় ভ্যানচালক আল আমিনকে কিলঘুষি মেরে হত্যা করেছেন তিনি। আমরা এ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি। আজকের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরের সব রিকশা-ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত