বর-কনের ঠোঁটে মিষ্টি হাসি
বলিউডের রাস্তায় ক্যাটরিনা কাইফ হাঁটছেন ১৮ বছর। আর ভিকি কৌশল সবে ৬। একসঙ্গে কোনো ছবিতে কাজও করেননি। তবে তাঁদের প্রেমটা হলো কীভাবে? ক্যাটরিনাই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রথম বলেছিলেন, তিনি ভিকি কৌশলের সঙ্গে কাজ করতে আগ্রহী। করণ জোহর ভিকিকে সে কথা জানাতেই ভিকি সোফায় উল্টে পড়েন আরকি। ভিকিও সেদিন জানান, ক