Ajker Patrika

বাড়ি ফিরে বউয়ের দেখা মিলবে না

বাড়ি ফিরে বউয়ের দেখা মিলবে না

বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফভিকির কাছ থেকে ফিরেই মালদ্বীপ উড়ে যান ক্যাটরিনা, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় সারা আলি খান ও ভিকি কৌশলকে। তবে সমস্যা হল, বুধবার রাতেই লন্ডনে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। সেখানে রয়েছে তার পরিবার। তাই বাড়ি ফিরেও বউয়ের দেখা মিলবে না। একটু কি মন খারাপ এই নিয়ে নতুন জুটির? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা ট্রল।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফডিসেম্বরেই বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরদিন চলে যান হানিমুনে মালদ্বীপ। সেখানে তিনদিন কাটিয়ে ফেরেন আরব সাগরের পাড়ে। নিজেদের নতুন বাড়িতেও উঠেছেন। একসাথে বড়দিন উদযাপন করেন। আর বিয়ের পরে ক্যাটরিনা যেন একটু বেশি বেশি দেশি সাজে দেখা দেন, পাঞ্জাবী বধু বলে কথা। 

প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত