বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।
ভিকির কাছ থেকে ফিরেই মালদ্বীপ উড়ে যান ক্যাটরিনা, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় সারা আলি খান ও ভিকি কৌশলকে। তবে সমস্যা হল, বুধবার রাতেই লন্ডনে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। সেখানে রয়েছে তার পরিবার। তাই বাড়ি ফিরেও বউয়ের দেখা মিলবে না। একটু কি মন খারাপ এই নিয়ে নতুন জুটির? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা ট্রল।
ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরদিন চলে যান হানিমুনে মালদ্বীপ। সেখানে তিনদিন কাটিয়ে ফেরেন আরব সাগরের পাড়ে। নিজেদের নতুন বাড়িতেও উঠেছেন। একসাথে বড়দিন উদযাপন করেন। আর বিয়ের পরে ক্যাটরিনা যেন একটু বেশি বেশি দেশি সাজে দেখা দেন, পাঞ্জাবী বধু বলে কথা।
প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।
বিয়ের মাস গড়াতে না গড়াতেই কাজের জন্য আলাদা থাকতে হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর তা নিয়ে ভক্তদের ঘুম হারাম। প্রায় মাসখানেকের জন্য মধ্যপ্রদেশে ছিলেন ভিকি কৌশল, সাথে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খানও। যদিও সেই সময় স্বামীর সাথে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে সেই দেখা ছিল অল্প সময়ের জন্য।
ভিকির কাছ থেকে ফিরেই মালদ্বীপ উড়ে যান ক্যাটরিনা, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় সারা আলি খান ও ভিকি কৌশলকে। তবে সমস্যা হল, বুধবার রাতেই লন্ডনে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। সেখানে রয়েছে তার পরিবার। তাই বাড়ি ফিরেও বউয়ের দেখা মিলবে না। একটু কি মন খারাপ এই নিয়ে নতুন জুটির? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা ট্রল।
ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরদিন চলে যান হানিমুনে মালদ্বীপ। সেখানে তিনদিন কাটিয়ে ফেরেন আরব সাগরের পাড়ে। নিজেদের নতুন বাড়িতেও উঠেছেন। একসাথে বড়দিন উদযাপন করেন। আর বিয়ের পরে ক্যাটরিনা যেন একটু বেশি বেশি দেশি সাজে দেখা দেন, পাঞ্জাবী বধু বলে কথা।
প্রেমটা চলছিল বছরখানেক ধরেই। তবে, সেভাবে খুব কমই দেখা গিয়েছে তাঁদের একসাথে। এমনকি, এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে সবটা মিডিয়ার আড়ালে রাখতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একেবারেই কথা বলেননি দুজন। তবে বিয়ের পর খুল্লাম খুল্লা। হাতে হাত রেখে ছবি দিচ্ছেন, ভালোবাসায় ভরা থাকেছে সেইসব ছবির ক্যাপশন। সোশ্যাল মিডিয়া রাঙিয়ে নিয়েছেন তাঁরা ভালোবাসার রঙে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে