Ajker Patrika

ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে কোথায় গেলেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৩
ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে কোথায় গেলেন

বৃহস্পতিবার রাতেই সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের ফটো শোভা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে বিদেশিনী ক্যাটকে দেখে কে বলবে তিনি ভারতে এসেছেন বছর কয়েক আগেই। হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেন প্রেমিক ভিকিকে।

মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসর। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনো আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইটে উঠেছেন নববিবাহিত এই জুটি।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফমনে করা হচ্ছে, ভিকি আর ক্যাট উড়ে গেলেন মালদ্বীপে হানিমুনের জন্য। বেশ টাইট শুটিং শিডিউল রয়েছে ভিকির। হাতে পর পর ছবির কাজ। তাই বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়।

যদিও বিয়ের মতো এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে।

জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইটে উঠেছেন নব্য বিবাহিত এই জুটি।ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বাইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনো অজানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...