বৃহস্পতিবার রাতেই সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের ফটো শোভা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে বিদেশিনী ক্যাটকে দেখে কে বলবে তিনি ভারতে এসেছেন বছর কয়েক আগেই। হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেন প্রেমিক ভিকিকে।
মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসর। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনো আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইটে উঠেছেন নববিবাহিত এই জুটি।
মনে করা হচ্ছে, ভিকি আর ক্যাট উড়ে গেলেন মালদ্বীপে হানিমুনের জন্য। বেশ টাইট শুটিং শিডিউল রয়েছে ভিকির। হাতে পর পর ছবির কাজ। তাই বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়।
যদিও বিয়ের মতো এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে।
ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বাইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনো অজানা।
বৃহস্পতিবার রাতেই সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের ফটো শোভা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে বিদেশিনী ক্যাটকে দেখে কে বলবে তিনি ভারতে এসেছেন বছর কয়েক আগেই। হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেন প্রেমিক ভিকিকে।
মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসর। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনো আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইটে উঠেছেন নববিবাহিত এই জুটি।
মনে করা হচ্ছে, ভিকি আর ক্যাট উড়ে গেলেন মালদ্বীপে হানিমুনের জন্য। বেশ টাইট শুটিং শিডিউল রয়েছে ভিকির। হাতে পর পর ছবির কাজ। তাই বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়।
যদিও বিয়ের মতো এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে।
ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বাইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনো অজানা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে