Ajker Patrika

ভিকি-সারার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯: ৩৬
ভিকি-সারার বিরুদ্ধে থানায় অভিযোগ

ইন্দোরের এক বাসিন্দা পুলিশে অভিযোগ জানিয়েছেন ভিকি কৌশলের নামে। কিছুদিন আগেই সেখানে শুটিং করতে গিয়েছিলেন ভিকি আর সারা। একটা ছবিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছিল ইন্দোরের রাস্তায় মোটরবাইক চালাচ্ছেন অভিনেতা। আর পেছনে আছেন সাইফ আলী খানের মেয়ে সারা।

গাড়ির অবৈধ নম্বরপ্লেট ব্যবহার করার অভিযোগ এনেছেন ওই বাসিন্দা। জয় সিং যাদব নামের ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুটিংয়ে গাড়ির জন্য যে নম্বর ব্যবহার করা হয়েছে, তা আমার। আমি জানি না সিনেমার টিমের কাছে এই খবর আছে কি না, তবে এটা বেআইনি। আমার অনুমতি নিয়ে তাঁদের ওই নম্বরপ্লেট ব্যবহার করা উচিত ছিল। আমি এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি। আশা করি খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’

ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের কাছে এ রকম অভিযোগ জমা পড়েছে। আমরা দেখব অবৈধভাবে নম্বরপ্লেটটি ব্যবহার করা হয়েছিল কি না! মোটরবাইক অ্যাক্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যদি সিনেমার টিম বর্তমানে ইন্দেরোই থাকে, তবে তাদেরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হবে।’

মাঝে বেশ কিছুদিন ইন্দোরে শুটিং করেছে এই জুটি। ছবির নাম এখনো সামনে না আনা হলেও মনে করা হচ্ছে, লক্ষ্মণ উতেকরের পরিচালনায় কোনো রোমান্টিক ড্রামার কাজ চলছে। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান ও ভিকি কৌশল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত