Ajker Patrika

ভিকি-তাপসীর বাজিমাত

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩: ০৩
ভিকি-তাপসীর বাজিমাত

বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।

ভিকি কৌশলঅন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।

তাপসী পান্নুএ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত