বিনোদন ডেস্ক
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে