বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
১ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৭ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে