Ajker Patrika

জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭: ৪১
‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত
‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। তিনি এখন যুক্তরাষ্ট্রে সংগীত সফরে রয়েছেন। সেখানে জেমসকে নিয়ে কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, ফিলাডেলফিয়ার কনসার্টের টিকিট বিক্রির টাকা থেকে অংশবিশেষ দেওয়া হবে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে।

গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন তিনি। ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’

এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগর বাউল জেমসের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাঁদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত