Ajker Patrika

ভিউর পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২১: ৪৫
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই ছাড়া অভিযুক্তকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। অনেক সময় নির্দোষ ব্যক্তিও পড়েন বিড়ম্বনায়। এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাঁর মতে, অনলাইন ট্রায়াল কেবল একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়।

আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন। আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’

সবশেষে ফারিয়া লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউর পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

অনেক দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না নুসরাত ফারিয়ার। গত আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন তিনি। এরপর হত্যাচেষ্টা মামলায় কারাগারেও যেতে হয়েছিল তাঁকে। গ্রেপ্তার, আদালত, কারাগার—সব মিলিয়ে একটা ট্রমার মধ্যে ছিলেন তিনি। সবকিছু পেছনে ফেলে আবারও নতুন করে ফেরার চেষ্টায় আছেন এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত