Ajker Patrika

ক্যাটের কাছে প্রতিদিন শেখেন ভিকি

আপডেট : ১০ মে ২০২২, ০৮: ৪৫
ক্যাটের কাছে প্রতিদিন শেখেন ভিকি

বিয়ের পর যেন ভালোবাসা আরও বেড়েছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। একে অপরের প্রশংসা করার কোনো সুযোগই ছাড়ছেন না। নিজেদের মতো করে উপভোগ করছেন একান্ত সময়গুলো।

গত বছর ডিসেম্বরে চার হাত এক হয়। এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। তাঁদের রোমান্সের নানান রঙিন ছবি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায়। এ জুটিকে সবাই ভালোবাসায় ভরিয়ে দেয়। বিয়ের আগে সম্পর্ক নিয়ে একদমই মুখ খোলেননি ভিকি আর ক্যাটরিনা। তবে সম্প্রতি নিজের জীবনে ক্যাটরিনার গুরুত্ব নিয়ে মুখ খুলছেন ভিকি।

হ্যালো ইন্ডিয়া ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘আমার জীবনের প্রতিটা ধাপে ক্যাটরিনার গুরুত্ব অপরিসীম। আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। কারণ, ও বুদ্ধিমান, সহানুভূতিশীল। প্রতিদিন আমি ওর কাছ থেকে নতুন কিছু শিখি।’

নিউইয়র্কে রয়েছেন ভিকি আর ক্যাটরিনা। গতকাল সোমবার সকাল সকাল সেখান থেকে ছবি শেয়ার করেছেন দুজনেই। নীল ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট আর জিনসের জ্যাকেটে দেখা মিলল ভিকির। আর ক্যাট পরেছেন সবুজ টপের সঙ্গে ফারি জ্যাকেট। ক্যাটরিনা ভিকিকে নিয়ে গেছেন নিজের পছন্দের রেস্তোরাঁ ‘বাব্বিজ’-এ।

মাঝে শোনা গিয়েছিল ভিকি আর ক্যাটরিনাকে নিয়ে সিনেমা বানানোরও কথা হচ্ছে। এখনো অনস্ক্রিনে একসঙ্গে কাজ হয়নি তাঁদের। তবে সেই সিনেমা নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি!

ভিকি ব্যস্ত আছেন লক্ষ্মণ উতরেকরের নতুন সিনেমা নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন সারা আলী খান। এ ছাড়া ‘গোবিন্দা তেরা নাম’ সিনেমাতে ভূমি পেডনেকর আর কিয়ারা আদভানির সঙ্গে আছেন তিনি। হাতে রয়েছে মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’ ও রাজকুমার হিরানির ‘ডানকি’। ক্যাটকে ‘টাইগার থ্রি’ সিনেমাতে তুখোড় অ্যাকশন করতে দেখা যাবে। সালমান খানের সঙ্গে আবার জুটি বেঁধে আসছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত