ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
ভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
শীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।
ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
ভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
শীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে