Ajker Patrika

ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর মিথ্যা!

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২২: ২৩
ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর মিথ্যা!

আগামী মাসে জোড়া হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের ধুমধাম। প্রস্তুতি নেওয়া হয়েছে নানা আচার অনুষ্ঠান পালনের। আলোচিত এই বিয়ের তারিখ, ভেন্যু সবই প্রকাশ্যে। মাস কয়েক আগেই জানা গিয়েছে রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই জানা গিয়েছিল। গোছগাছ শুরু ইতিমধ্যেই। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশী চিত্রগ্রাহক। কিন্তু কাহিনিতে বড়সড় টুইস্ট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েটাই নাকি হচ্ছে না!

 বোন উপাসনা বোরার সঙ্গে ভিকি কৌশলসম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে ভিকির বোন উপাসনা বোরা জানিয়েছেন, বিয়ের খবর মিথ্যা। পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, ‘সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।”

বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাঁদের। তার আগেই হবে আইনি বিয়ে। তবে এ সবই কি মিথ্যে? প্রেমকে পরিণতি দিয়ে সাতপাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময় উত্তর দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত