Ajker Patrika

সালমানের জন্য ভালোবাসা দিবসে এক হতে পারছেন না ভিকি-ক্যাট!

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৮
Thumbnail image

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে কাটাতে পারছেন না বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুনে অনেকটা মন খারাপই হবে ভিকি-ক্যাট ভক্তদের। আর এই বেরসিক কাজটির জন্য অনেকটা দায়ী ক্যাটরিনার একসময়ের প্রেমিক এবং বলিউড আরেক তারকা সালমান খান। নবদম্পতির বিশেষ দিনটি উদ্‌যাপনে বাদ সেধেছেন সল্লু, এমনটাই বলছেন ভক্তরা।  

এখন সবার মনে একটাই প্রশ্ন, কী এমন করলেন সালমান খান? এর উত্তর এক কথায় ‘টাইগার থ্রি’। ২০২১ সালের জানুয়ারি মাসেই দিল্লিতে ‘টাইগার থ্রি’র শেষ পর্যায়ের শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় শ্যুটিং বাতিল করতে হয়।

সেই বাকি থাকা শ্যুটিংই শুরু হবে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১৫ দিনের টানা শুটিং শিডিউল রাখা হয়েছে। যার বেশির ভাগই হবে দিল্লিতে। পরিচালক মনীশ শর্মা চান ছবির শেষের অংশের অ্যাকশন দৃশ্যগুলো দিল্লির রাস্তায় করতে। আর এজন্য ১২ বা ১৩ ফেব্রুয়ারি দিল্লি যাবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ১৪ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সেখানে।

গত ৯ ডিসেম্বর রাজকীয় আয়োজনে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড বার্বি খ্যাত ক্যাটরিনা কাইফ। এতদিন প্রাক্তন প্রেমিক সালমান খান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি আনুষ্ঠানিকভাবে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানানোর খবরও পাওয়া যায়নি। তবে সদ্য সমাপ্ত রিয়েলিটি শো বিগ বস ১৫-এর গ্র্যান্ড ফিনালের স্টেজে ক্যাটরিনার ‘চিকনি চামেলি’ গানে রাখি সাওয়ান্ত ও রুবিনা দিলায়েকের পারফরম্যান্সে এক পর্যায়ে যোগ দেন সল্লুও। নাচ শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে অবাক করে সালমান বলেন, ‘ক্যাটরিনা, শাদি মুবারক হো’।

এদিকে ‘টাইগার থ্রি’-ছবিতে খল চরিত্রে দেখা যেতে পারে রোমান্টিক অভিনেতা হিসেবে পরিচিত এমরান হাশমিকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এখনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত