পরিচালক সুজিত সরকারের হাত ধরে রুপালি পর্দায় ফুটে উঠছে বিপ্লবী সর্দার উধম সিংয়ের বায়োপিক। আর সেই ছবির ট্রেলারে নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল। ছবির ট্রেলারে ভেসে উঠেছে ১৯৪০ সালের ব্রিটেন।
ভিকিকে প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিত সরকারের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব রয়েছে। বিপ্লবী হিসেবে ভিকির ফার্স্ট লুক এখন আলোচনায়। ট্রেলারে দেখা যায় ব্রিটেন কিভাবে তাঁর বিপ্লবী কার্যকলাপ, তাঁর উপর ব্রিটিশদের অত্যাচার, জেল হেফাজতে নৃশংস সব দৃশ্য।
১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ওডয়কে হত্যা করেছিলেন উধম সিং। ব্রিটিশ শাসিত ভারতের সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরবেন ‘পিংক’ খ্যাত পরিচালক। তবে ছবিতে পুরো গল্পেই বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভিকির কাঁধেই। কারণ তিনি ছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য মুখ নেই। ছবিতে দেখা যাবে বনিতা, কৃর্স্টি এভারটন-সহ কিছু অপরিচিতদের।
তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১৬ অক্টোবর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘সর্দার উধম’।
পরিচালক সুজিত সরকারের হাত ধরে রুপালি পর্দায় ফুটে উঠছে বিপ্লবী সর্দার উধম সিংয়ের বায়োপিক। আর সেই ছবির ট্রেলারে নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল। ছবির ট্রেলারে ভেসে উঠেছে ১৯৪০ সালের ব্রিটেন।
ভিকিকে প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিত সরকারের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব রয়েছে। বিপ্লবী হিসেবে ভিকির ফার্স্ট লুক এখন আলোচনায়। ট্রেলারে দেখা যায় ব্রিটেন কিভাবে তাঁর বিপ্লবী কার্যকলাপ, তাঁর উপর ব্রিটিশদের অত্যাচার, জেল হেফাজতে নৃশংস সব দৃশ্য।
১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ওডয়কে হত্যা করেছিলেন উধম সিং। ব্রিটিশ শাসিত ভারতের সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরবেন ‘পিংক’ খ্যাত পরিচালক। তবে ছবিতে পুরো গল্পেই বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভিকির কাঁধেই। কারণ তিনি ছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য মুখ নেই। ছবিতে দেখা যাবে বনিতা, কৃর্স্টি এভারটন-সহ কিছু অপরিচিতদের।
তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১৬ অক্টোবর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘সর্দার উধম’।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
১ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৭ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে