Ajker Patrika

ভিকি যেন বিপ্লবী উধম সিং

ভিকি যেন বিপ্লবী উধম সিং

পরিচালক সুজিত সরকারের হাত ধরে রুপালি পর্দায় ফুটে উঠছে বিপ্লবী সর্দার উধম সিংয়ের বায়োপিক। আর সেই ছবির ট্রেলারে নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল। ছবির ট্রেলারে ভেসে উঠেছে ১৯৪০ সালের ব্রিটেন।

ভিকিকে প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিত সরকারের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব রয়েছে। বিপ্লবী হিসেবে ভিকির ফার্স্ট লুক এখন আলোচনায়। ট্রেলারে দেখা যায় ব্রিটেন কিভাবে তাঁর বিপ্লবী কার্যকলাপ, তাঁর উপর ব্রিটিশদের অত্যাচার, জেল হেফাজতে নৃশংস সব দৃশ্য।

বিপ্লবী সর্দার উধম সিংয়ের বায়োপিকে ভিকি কৌশল১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ওডয়কে হত্যা করেছিলেন উধম সিং। ব্রিটিশ শাসিত ভারতের সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরবেন ‘পিংক’ খ্যাত পরিচালক। তবে ছবিতে পুরো গল্পেই বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভিকির কাঁধেই। কারণ তিনি ছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য মুখ নেই। ছবিতে দেখা যাবে বনিতা, কৃর্স্টি এভারটন-সহ কিছু অপরিচিতদের।

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১৬ অক্টোবর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘সর্দার উধম’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত