আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ
র্যাঙ্কিংয়ে কবে থেকেই তলানির দল। আন্তর্জাতিক ম্যাচেও জয় কী, সেটিও ভুলতে বসেছে বাংলাদেশ। সেই বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়েই সাফ অভিযান শুরু জামাল ভূঁইয়াদের। র্যাঙ্কিং, আন্তর্জাতিক ফুটবলে নিজেদের মলিন পরিসংখ্যান—কিছু নিয়েই চিন্তিত নন অস্কার ব্রুজোন। আত্মবিশ্বাসে নিজের দলকে বি