নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরো ম্যাচে বল দখলের হার ৫৮ শতাংশ। লক্ষ্য বরাবর শট চারটি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ম্যাচের প্রায় পুরো নিয়ন্ত্রণটা নিজেদের দখলেই রেখেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সাত ম্যাচ পর এসেছে কাঙ্ক্ষিত জয়টাও। জয়ের পর হাসিমুখে থাকলেও শিষ্যদের খেলা দেখে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন!
সাফের প্রথম ম্যাচে গতকাল মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। একের পর এক আক্রমণ গড়েও লঙ্কানদের বিপক্ষে শেষ পর্যন্ত জয় এসেছে কি না ডিফেন্ডার তপু বর্মণের পেনাল্টি গোল থেকে! শিষ্যদের গোলমুখে হোঁচট খাওয়া আর ফিনিশিংয়ের অভাব, মাত্র পাঁচ সেশনে তাঁর কৌশলের সঙ্গে যে জাতীয় দলের ফুটবলাররা খাপ খাইয়ে নিতে পারেননি, সেটা ভালোই বুঝতে পারছেন অস্কার।
ব্রিটিশ কোচ জেমি ডে সাফের আগে দুই মাসের জন্য অব্যাহতি পাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব পান অস্কার ব্রুজোন। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বলেছিলেন, জেমির ৩-৪-৩ ফরমেশনে পাল্টে বাংলাদেশকে খেলাবেন ৪-৩-৩ ফরমেশনে। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা এই ফরমেশন ধরে হলেও পরে লঙ্কানদের কড়া রক্ষণের কারণে দ্বিতীয়ার্ধে খেলার পুরো ধরনটা পাল্টেছেন বলে কাল ম্যাচ শেষে জানালেন অস্কার, ‘আমরা চেয়েছিলাম খেলার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে খেলতে। কিন্তু প্রথমার্ধে লঙ্কানরা অনেক ভেতরে এসে রক্ষণাত্মক খেলা খেলেছে। তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই মিডফিল্ডারও রক্ষণের কাজ করেছে। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তাই আমরা ফরমেশনটা পাল্টে ৪-৪-২ করে খেলেছি।’
আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আরও ভালো করতে হবে। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সময় খুশি থাকলেও এই খেলা দিয়ে যে পরের তিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব নয়, সেটা শিষ্যদেরও মনে করিয়ে দিয়েছেন অস্কার, ‘শারীরিকভাবে আমরা বেশ শক্তিশালী আর দৃঢ় ফুটবল খেলেছি। কিন্তু আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আমাদের আরও ভালো করতে হবে। আমরা দ্বিতীয়ার্ধে ৫-৬টা সুযোগ পেয়েছিলাম কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। আমাদের এ নিয়ে আরও কাজ করতে হবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি, সবার খেলায় আমি খুশিও। তবে বাকি ম্যাচগুলোতে আমাদের অনেক সতর্ক হতে হবে। আজ (গতকাল) আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগগুলো আমরা আর পরের ম্যাচগুলোতে পাব না। সুযোগকে আমাদের গোলে রূপান্তর করা শিখতে হবে।’
দলের রক্ষণ নিয়ে অবশ্য খুশি অস্কার, ‘পুরো ৯০ মিনিট খেলাটা আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণও ঠিক ছিল। এটা বলতে পারি, শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে ভালো কোনো সুযোগ পায়নি। আমরা সব রকম সুযোগই পেয়েছি। সেটপিস, আক্রমণ, ক্রস—সবই ছিল। ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।’ জয়সূচক গোল করার পর ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘আমার সতীর্থরা দারুণ খেলেছে। আমার দলের জন্য গোল করে খুশি। নিজের জন্যও খুশি। আমি সব সময়ই চেষ্টা করি কোচের কথা শুনতে। তবে এই গোলটা কিন্তু আমার সেরা গোল নয়। আফগানিস্তানের বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে করা গোলটাই আমার ক্যারিয়ারে সেরা গোল।’
পুরো ম্যাচে বল দখলের হার ৫৮ শতাংশ। লক্ষ্য বরাবর শট চারটি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ম্যাচের প্রায় পুরো নিয়ন্ত্রণটা নিজেদের দখলেই রেখেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সাত ম্যাচ পর এসেছে কাঙ্ক্ষিত জয়টাও। জয়ের পর হাসিমুখে থাকলেও শিষ্যদের খেলা দেখে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন!
সাফের প্রথম ম্যাচে গতকাল মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। একের পর এক আক্রমণ গড়েও লঙ্কানদের বিপক্ষে শেষ পর্যন্ত জয় এসেছে কি না ডিফেন্ডার তপু বর্মণের পেনাল্টি গোল থেকে! শিষ্যদের গোলমুখে হোঁচট খাওয়া আর ফিনিশিংয়ের অভাব, মাত্র পাঁচ সেশনে তাঁর কৌশলের সঙ্গে যে জাতীয় দলের ফুটবলাররা খাপ খাইয়ে নিতে পারেননি, সেটা ভালোই বুঝতে পারছেন অস্কার।
ব্রিটিশ কোচ জেমি ডে সাফের আগে দুই মাসের জন্য অব্যাহতি পাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব পান অস্কার ব্রুজোন। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বলেছিলেন, জেমির ৩-৪-৩ ফরমেশনে পাল্টে বাংলাদেশকে খেলাবেন ৪-৩-৩ ফরমেশনে। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা এই ফরমেশন ধরে হলেও পরে লঙ্কানদের কড়া রক্ষণের কারণে দ্বিতীয়ার্ধে খেলার পুরো ধরনটা পাল্টেছেন বলে কাল ম্যাচ শেষে জানালেন অস্কার, ‘আমরা চেয়েছিলাম খেলার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে খেলতে। কিন্তু প্রথমার্ধে লঙ্কানরা অনেক ভেতরে এসে রক্ষণাত্মক খেলা খেলেছে। তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই মিডফিল্ডারও রক্ষণের কাজ করেছে। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তাই আমরা ফরমেশনটা পাল্টে ৪-৪-২ করে খেলেছি।’
আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আরও ভালো করতে হবে। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সময় খুশি থাকলেও এই খেলা দিয়ে যে পরের তিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব নয়, সেটা শিষ্যদেরও মনে করিয়ে দিয়েছেন অস্কার, ‘শারীরিকভাবে আমরা বেশ শক্তিশালী আর দৃঢ় ফুটবল খেলেছি। কিন্তু আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আমাদের আরও ভালো করতে হবে। আমরা দ্বিতীয়ার্ধে ৫-৬টা সুযোগ পেয়েছিলাম কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। আমাদের এ নিয়ে আরও কাজ করতে হবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি, সবার খেলায় আমি খুশিও। তবে বাকি ম্যাচগুলোতে আমাদের অনেক সতর্ক হতে হবে। আজ (গতকাল) আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগগুলো আমরা আর পরের ম্যাচগুলোতে পাব না। সুযোগকে আমাদের গোলে রূপান্তর করা শিখতে হবে।’
দলের রক্ষণ নিয়ে অবশ্য খুশি অস্কার, ‘পুরো ৯০ মিনিট খেলাটা আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণও ঠিক ছিল। এটা বলতে পারি, শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে ভালো কোনো সুযোগ পায়নি। আমরা সব রকম সুযোগই পেয়েছি। সেটপিস, আক্রমণ, ক্রস—সবই ছিল। ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।’ জয়সূচক গোল করার পর ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘আমার সতীর্থরা দারুণ খেলেছে। আমার দলের জন্য গোল করে খুশি। নিজের জন্যও খুশি। আমি সব সময়ই চেষ্টা করি কোচের কথা শুনতে। তবে এই গোলটা কিন্তু আমার সেরা গোল নয়। আফগানিস্তানের বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে করা গোলটাই আমার ক্যারিয়ারে সেরা গোল।’
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে