নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের হয়ে প্রথম গোল পেলেন সুমন রেজা। তাও একটি নয়, দুটি। কিন্তু খেলাটা কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হওয়ায় সুমনের চোখ জুড়ানো দুই গোল যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না, তেমনি শেষ পর্যন্ত কাজে লাগেনি দলেরও। সুমনের গোলে এগিয়ে গিয়েও কিরগিজ যুবাদের কাছে ৩-২ গোলে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।
এই হারে খালি হাতেই কিরগিজস্তান সফর শেষ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ত্রিদেশীয় টুর্নামেন্টে ফিলিস্তিনের কাছে ২-০, কিরগিজস্তানের কাছে ৪-১ আর স্বাগতিক যুবাদের কাছে হারে সাফের প্রস্তুতিটাও ভালো হলো না জামাল ভূঁইয়াদের।
হারলেও সুমনের গোলে পাওয়া হয়তো স্বস্তি দিতে পারত বাংলাদেশ কোচ জেমি ডেকে। কিন্তু প্রতিপক্ষের যুব দলের বিপক্ষে সহজ কিছু সুযোগ হাতছাড়া করায় খানিকটা হতাশ তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ফিলিস্তিন-কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচগুলো কঠিন হবে জানতাম। জানতাম তেমন সুযোগ পাব না। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আমাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। সেটা হয়নি।’
স্বাগতিকদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল একাদশ পুরো পাল্টে ফেলেন বাংলাদেশ কোচ জেমি ডে। নয় পরিবর্তনে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পান গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান। দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রেজাউল করিমের হাতে।
দোলেন ওমরাজাকভ স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশের খেলায় ছিল গতি। সেটিকে কাজে লাগিয়ে সুফলটা বাংলাদেশ পেয়েছে ১১ মিনিটেই। স্বাগতিক এক ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়ে যান সুমন, বল নিয়ে সামান্য এগিয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দূর পাল্লার শটে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ স্ট্রাইকার।
সেই গোল ২৪ মিনিটেই শোধ করে দেয় স্বাগতিকরা। উলু জানিবেগের ক্রস থেকে সমতায় ফেরে স্বাগতিকেরা। ৪ মিনিট পর বোরুভায়েব গুলজিঘিতের বাঁ পায়ের প্লেসিং শটে পরাস্ত হন বাংলাদেশ গোলরক্ষক মিতুল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ ডি-বক্সের জটলাকে কাজে লাগিয়ে ৫৮ মিনিটে ব্যবধান ৩-১ করেন আলিগুলোভ মাস্কাট। পরে অবশ্য ব্যবধান কমান সুমন রেজা। ৬৪ মিনিটে কিরগিজস্তানের দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দর্শনীয় এক সাইড ভলিতে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুমন।
জাতীয় দলের হয়ে প্রথম গোল পেলেন সুমন রেজা। তাও একটি নয়, দুটি। কিন্তু খেলাটা কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হওয়ায় সুমনের চোখ জুড়ানো দুই গোল যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না, তেমনি শেষ পর্যন্ত কাজে লাগেনি দলেরও। সুমনের গোলে এগিয়ে গিয়েও কিরগিজ যুবাদের কাছে ৩-২ গোলে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।
এই হারে খালি হাতেই কিরগিজস্তান সফর শেষ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ত্রিদেশীয় টুর্নামেন্টে ফিলিস্তিনের কাছে ২-০, কিরগিজস্তানের কাছে ৪-১ আর স্বাগতিক যুবাদের কাছে হারে সাফের প্রস্তুতিটাও ভালো হলো না জামাল ভূঁইয়াদের।
হারলেও সুমনের গোলে পাওয়া হয়তো স্বস্তি দিতে পারত বাংলাদেশ কোচ জেমি ডেকে। কিন্তু প্রতিপক্ষের যুব দলের বিপক্ষে সহজ কিছু সুযোগ হাতছাড়া করায় খানিকটা হতাশ তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ফিলিস্তিন-কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচগুলো কঠিন হবে জানতাম। জানতাম তেমন সুযোগ পাব না। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আমাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। সেটা হয়নি।’
স্বাগতিকদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল একাদশ পুরো পাল্টে ফেলেন বাংলাদেশ কোচ জেমি ডে। নয় পরিবর্তনে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পান গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান। দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রেজাউল করিমের হাতে।
দোলেন ওমরাজাকভ স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশের খেলায় ছিল গতি। সেটিকে কাজে লাগিয়ে সুফলটা বাংলাদেশ পেয়েছে ১১ মিনিটেই। স্বাগতিক এক ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়ে যান সুমন, বল নিয়ে সামান্য এগিয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দূর পাল্লার শটে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ স্ট্রাইকার।
সেই গোল ২৪ মিনিটেই শোধ করে দেয় স্বাগতিকরা। উলু জানিবেগের ক্রস থেকে সমতায় ফেরে স্বাগতিকেরা। ৪ মিনিট পর বোরুভায়েব গুলজিঘিতের বাঁ পায়ের প্লেসিং শটে পরাস্ত হন বাংলাদেশ গোলরক্ষক মিতুল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ ডি-বক্সের জটলাকে কাজে লাগিয়ে ৫৮ মিনিটে ব্যবধান ৩-১ করেন আলিগুলোভ মাস্কাট। পরে অবশ্য ব্যবধান কমান সুমন রেজা। ৬৪ মিনিটে কিরগিজস্তানের দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দর্শনীয় এক সাইড ভলিতে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুমন।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৫ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগে