Ajker Patrika

‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিলে ভারতের কোনো দোষ নেই’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৩১
ভারত-পাকিস্তান ডব্লিউসিএলের ম্যাচ বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান ডব্লিউসিএলের ম্যাচ বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচের কাহিনি যেন শেষ হয়েও হলো না শেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচটার কথাই ধরা যাক। ম্যাচ বাতিল হলেও রেশটা এখনো রয়ে গেছে। বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে ভারত-পাকিস্তানের ডব্লিউসিএলের ম্যাচটা নিয়ে।

সবকিছু স্বাভাবিক থাকলে এজবাস্টনে পরশু দেখা যেত ভারত-পাকিস্তান লড়াই। যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়নাদের বিপক্ষে মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমলদের খেলতে দেখে ভক্ত-সমর্থকদের ‘নস্টালজিক’ হওয়ার সুযোগ ছিল। কিন্তু আগের দিন সবকিছুতে পানি ঢেলে দেয় ভারত চ্যাম্পিয়নস। ভারতের এই ম্যাচ বয়কটের ঘোষণায় অবশ্য দোষের কিছু দেখছে না আয়োজক কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইকে ডব্লিউসিএল বলেছে, ‘ডব্লিউসিএল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে জানিয়েছে যে আয়োজকেরা এই ম্যাচ (ভারত-পাকিস্তান) পরিচালনা করতে পারবে না। ভারত চ্যাম্পিয়নস দলের এখানে কোনো দোষ নেই। পাকিস্তান চ্যাম্পিয়নস দল পয়েন্ট শেয়ার করতে চাইছিল না। কারণ, পাকিস্তানের দাবি ভারত ম্যাচ বাতিল করেছে। তারা (পাকিস্তান) নয়।’

ভারতীয় সংবাদমাধ্যমে পরশু প্রকাশিত সংবাদে জানা যায়, শিখর ধাওয়ান ক্রিকেটারদের ইমেইল করে সতীর্থদের ম্যাচ বয়কটের অনুরোধ করেছেন। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটকেই সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি ধাওয়ানের কথায় জানা গেছে, সিদ্ধান্ত নাকি ১১ মে নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনা ডব্লিউসিএলের ম্যাচ বাতিলে প্রভাবক হিসেবে কাজ করেছে। ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং, সুরেশ রায়না—ভারতের এই পাঁচ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চাননি ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে।

ভারত ম্যাচ বাতিল করায় শহীদ আফ্রিদি, সালমান বাটের মতো পাকিস্তানি ক্রিকেটাররা ক্ষোভ ঝেরেছেন। আফ্রিদি বলেছিলেন, ‘যদি তারা (ভারত) পাকিস্তানের বিপক্ষে খেলতে না চায়, তাহলে এখানে (ইংল্যান্ড) আসার আগেই বলা উচিত ছিল। কিন্তু তারা এখানে এসেছে। অনুশীলনও করেছে। আর হঠাৎ এক দিনের মধ্যে সবকিছু বদলে গেল। আমরা এখানে (ইংল্যান্ডে) ক্রিকেট খেলতে এসেছি এবং বন্ধুত্বপূর্ণভাবে আড্ডা দেওয়ার জন্য এসেছি। তবে কখনো কখনো একটা বাজে লোক সবকিছু নষ্ট করে দেয়।’ পচা লোক বলে হয়তো ইঙ্গিতটা ধাওয়ানের দিকেই করেছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার।

১৮ জুলাই শুরু হওয়া ডব্লিউসিএলে ভারত, পাকিস্তানের পাশাপাশি খেলছে স্বাগতিক ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল। ২ আগস্ট হবে ফাইনাল। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পাকিস্তান। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২। তিন, চার ও পাঁচে থাকা অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ১। যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের কারণে দুই দলকেই পয়েন্ট শেয়ার করতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত