ভারতকে যেভাবে হারাতে পারে বাংলাদেশ
পক্ষে নেই র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান। ২০০৩ সালের পর থেকে পক্ষে নেই ইতিহাসও। ১৮ বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে মতিউর মুন্নার গোল্ডেন গোলে জয়। এরপর থেকে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের কাছে সোনার হরিণ! তবে এবার জয়ের তীব্র তাড়নায় ইতিবাচক ফল আনা যে সম্ভব, দুই বছর আগে যুব ভারতী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছি