নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সাফের ম্যাচে ডাগআউটে থাকতে পারতেন তিনিও। দুই সপ্তাহ আগেও তিনি ছিলেন বাংলাদেশ দলের কোচ। সব ঠিক থাকলে জামাল ভূঁইয়াদের নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের রণকৌশল সাজাতেন জেমি ডে।
দুই সপ্তাহ আগে সাফে ‘ভরাডুবি’র ভয়ে জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি দিয়ে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনের হাতে জামালদের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই মাসের অখণ্ড অবসরে লন্ডনে পরিবারকে সময় দিচ্ছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় কোচিংয়ের দায়িত্বে থাকা জেমি। এ দেশে আর কখনো ফেরা হবে কি না, সেটাও নিশ্চিত নয়। অনিশ্চয়তা থাকুক কিংবা নাই থাকুক, সাবেক শিষ্যদের সঙ্গে ঠিকই যোগাযোগ চলছে তাঁর।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা দেখবেন কি না, আজকের পত্রিকা থেকে এমন প্রশ্নের জবাবে জেমি বললেন, ‘খুব সম্ভবত’। মুখে বলেননি, কিন্তু মনে যে অভিমান জমে আছে তা টের পাওয়া গেল ঠিকই! বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে কি না জিজ্ঞেস করতেই জানালেন, ‘প্রায় সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই এখন নতুন কোচের কৌশলে মানিয়ে নিতে ব্যস্ত।’
ব্যস্ত জামালদের অবশ্য শুভকামনা জানাতে ভোলেননি জেমি। বলেছেন, ‘এখন আমার কিছুই করার নেই। আমি শুধুই একজন দর্শক হয়ে তাদের শুভকামনা জানাচ্ছি। এই দলের সঙ্গে সাড়ে তিন বছর কাটিয়েছি। নতুন কোচের অধীনে মাত্র ছয় দিনের অনুশীলনের প্রভাবটা হয়তো মাঠে দেখা যাবে। তবে আমার সান্ত্বনা এই যে আমার দায়িত্ব পালন করেছি। সাফে দলের সবার জন্য শুভকামনা। তাদের যে সামর্থ্য আছে, আশা করি সবাই সেই মানটা ধরে খেলতে পারবে।’
গত সোমবার গোলরক্ষক কোচ লেস ক্লেভলিকে নিয়ে নীরবে ঢাকা ছেড়েছেন জেমি। এমন বিদায়কে নিজেই বললেন ‘দুঃখজনক’। দুই মাসের অব্যাহতি শেষ হলে বাফুফের পক্ষ যদি অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়, সেটা নিতে রাজি হবেন কি না—এমন প্রশ্নে কৌশলী উত্তর এই ব্রিটিশ কোচের, ‘এখন মারুফ (মারুফুল হক) অনূর্ধ্ব-২৩ দলের কোচ। আর আমার কারও সঙ্গে কোনো প্রতিযোগিতাও নেই!’
আজ মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সাফের ম্যাচে ডাগআউটে থাকতে পারতেন তিনিও। দুই সপ্তাহ আগেও তিনি ছিলেন বাংলাদেশ দলের কোচ। সব ঠিক থাকলে জামাল ভূঁইয়াদের নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের রণকৌশল সাজাতেন জেমি ডে।
দুই সপ্তাহ আগে সাফে ‘ভরাডুবি’র ভয়ে জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি দিয়ে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনের হাতে জামালদের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই মাসের অখণ্ড অবসরে লন্ডনে পরিবারকে সময় দিচ্ছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় কোচিংয়ের দায়িত্বে থাকা জেমি। এ দেশে আর কখনো ফেরা হবে কি না, সেটাও নিশ্চিত নয়। অনিশ্চয়তা থাকুক কিংবা নাই থাকুক, সাবেক শিষ্যদের সঙ্গে ঠিকই যোগাযোগ চলছে তাঁর।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা দেখবেন কি না, আজকের পত্রিকা থেকে এমন প্রশ্নের জবাবে জেমি বললেন, ‘খুব সম্ভবত’। মুখে বলেননি, কিন্তু মনে যে অভিমান জমে আছে তা টের পাওয়া গেল ঠিকই! বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে কি না জিজ্ঞেস করতেই জানালেন, ‘প্রায় সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই এখন নতুন কোচের কৌশলে মানিয়ে নিতে ব্যস্ত।’
ব্যস্ত জামালদের অবশ্য শুভকামনা জানাতে ভোলেননি জেমি। বলেছেন, ‘এখন আমার কিছুই করার নেই। আমি শুধুই একজন দর্শক হয়ে তাদের শুভকামনা জানাচ্ছি। এই দলের সঙ্গে সাড়ে তিন বছর কাটিয়েছি। নতুন কোচের অধীনে মাত্র ছয় দিনের অনুশীলনের প্রভাবটা হয়তো মাঠে দেখা যাবে। তবে আমার সান্ত্বনা এই যে আমার দায়িত্ব পালন করেছি। সাফে দলের সবার জন্য শুভকামনা। তাদের যে সামর্থ্য আছে, আশা করি সবাই সেই মানটা ধরে খেলতে পারবে।’
গত সোমবার গোলরক্ষক কোচ লেস ক্লেভলিকে নিয়ে নীরবে ঢাকা ছেড়েছেন জেমি। এমন বিদায়কে নিজেই বললেন ‘দুঃখজনক’। দুই মাসের অব্যাহতি শেষ হলে বাফুফের পক্ষ যদি অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়, সেটা নিতে রাজি হবেন কি না—এমন প্রশ্নে কৌশলী উত্তর এই ব্রিটিশ কোচের, ‘এখন মারুফ (মারুফুল হক) অনূর্ধ্ব-২৩ দলের কোচ। আর আমার কারও সঙ্গে কোনো প্রতিযোগিতাও নেই!’
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৫ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগে