নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’কে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার ব্রুজনকে।
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতার পর থেকেই জেমি ডে’র থাকা না থাকা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। সাফের দল ঘোষণার আগ মুহূর্তে সরিয়ে দেওয়া হলো এই ইংলিশ কোচকে। আগামী মাসে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের কোচের দায়িত্ব সামলাবেন বসুন্ধরা কিংসের কোচ ব্রুজন।
আজ ফেডারেশন ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ‘গত মার্চে নেপালে ও কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফলাফল আমাদের ভালো লাগেনি। আমরা কোচ জেমি ডের সঙ্গে কয়েকবার কথা বলেছি। তাঁর উত্তর বা কথায় আমরা সন্তুষ্ট হইনি। আজকের সভা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী দুই মাসে তিনটি টুর্নামেন্টের জন্য জেমি ডেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আগামী তিনটি টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের কাঁধে।’
১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফের ১৩তম আসর। অক্টোবরের শেষে কুয়েতে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। আগামী ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চারদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন অস্কার। ক্লাব বসুন্ধরার সঙ্গে আপাতত চুক্তি শেষ হয়ে গেছে এই স্প্যানিশ কোচের। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সত্যজিত দাস রুপু।
আপাতত দুই মাসের অব্যাহতি দেওয়া হলেও এই সময়ে চুক্তি অনুয়ায়ী বেতন পাবেন জেমি, জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। তবে একই সঙ্গে ফেডারেশন স্থায়ী কোচের সন্ধান করবে বলেও জানিয়েছেন তিনি। সরাসরি না হলেও ইঙ্গিত কাজী নাবিল আহমেদ জানিয়ে দিলেন, জেমি ডের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছেদ করতে প্রবল চেষ্টাই শুরু করেছে বাফুফে।
অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’কে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার ব্রুজনকে।
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতার পর থেকেই জেমি ডে’র থাকা না থাকা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। সাফের দল ঘোষণার আগ মুহূর্তে সরিয়ে দেওয়া হলো এই ইংলিশ কোচকে। আগামী মাসে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের কোচের দায়িত্ব সামলাবেন বসুন্ধরা কিংসের কোচ ব্রুজন।
আজ ফেডারেশন ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ‘গত মার্চে নেপালে ও কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফলাফল আমাদের ভালো লাগেনি। আমরা কোচ জেমি ডের সঙ্গে কয়েকবার কথা বলেছি। তাঁর উত্তর বা কথায় আমরা সন্তুষ্ট হইনি। আজকের সভা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী দুই মাসে তিনটি টুর্নামেন্টের জন্য জেমি ডেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আগামী তিনটি টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের কাঁধে।’
১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফের ১৩তম আসর। অক্টোবরের শেষে কুয়েতে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। আগামী ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চারদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন অস্কার। ক্লাব বসুন্ধরার সঙ্গে আপাতত চুক্তি শেষ হয়ে গেছে এই স্প্যানিশ কোচের। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সত্যজিত দাস রুপু।
আপাতত দুই মাসের অব্যাহতি দেওয়া হলেও এই সময়ে চুক্তি অনুয়ায়ী বেতন পাবেন জেমি, জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। তবে একই সঙ্গে ফেডারেশন স্থায়ী কোচের সন্ধান করবে বলেও জানিয়েছেন তিনি। সরাসরি না হলেও ইঙ্গিত কাজী নাবিল আহমেদ জানিয়ে দিলেন, জেমি ডের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছেদ করতে প্রবল চেষ্টাই শুরু করেছে বাফুফে।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৫ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগে