সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে