সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়।
বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’
কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে।
সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’
এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে