চিকিৎসক না থাকায় মুলাদীতে উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ, ভোগান্তি
মুলাদীতে চিকিৎসক ও কর্মকর্তা না থাকায় বন্ধ হয়ে গেছে পৈক্ষা উপস্বাস্থ্য কেন্দ্র। ফলে চিকিৎসা সেবা, সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২৫ হাজার মানুষ। তবে একজন সিএইচসিপিকে এই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব দিয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।