Ajker Patrika

রমজানের শুরুতেই পর্যটকশূন্য কুয়াকাটা সমুদ্রসৈকত

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯: ৫৪
রমজানের শুরুতেই পর্যটকশূন্য কুয়াকাটা সমুদ্রসৈকত

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। সাগরের বিশালতা মুগ্ধ করে পর্যটকদের। বছরের সব সময়ই কমবেশি পর্যটক থাকে, কিন্তু রমজানের প্রথম দিন থেকেই পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা।

গত মঙ্গলবার সৈকতের সব কটি পয়েন্টে দেখা গেছে, রমজানের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত পর্যটকশূন্য রয়েছে কুয়াকাটা।

কুয়াকাটার বিভিন্ন হোটেল-মোটেলে খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ হোটেল-মোটেল রয়েছে পর্যটকশূন্য। হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না একটি রুম বুকিং দেওয়ার মতো পর্যটক। তবে তাঁদের আশা, রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারেন।

এ ছাড়া সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, পর্যটক না থাকায় সৈকতে থাকা ছাতা, ব্যাঞ্জ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটক না থাকায় শুঁটকি, ঝিনুক ব্যবসায়ীরা ও তাঁদের দোকানগুলো বন্ধ রেখেছেন।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আ. রহিম বলেন, রমজান শুরুর দিন থেকেই পর্যটকশূন্য সৈকত। গত দুই বছর করোনা থাকার কারণে এমনিতেই বন্ধ ছিল। তবে এর আগের রমজানে কমবেশি পর্যটক হতো। কিন্তু এ বছর পর্যটক একদমই নেই।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ-আলম হওলাদার বলেন, ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবং বিধিনিষেধ তুলে দেওয়ায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হোটেল-মোটেলে ভিড় থাকলেও এখন তা শূন্য হয়ে গেছে। তবে আশা করছি রমজানের শেষের দিকে ঈদের আগে আগে কিছু পর্যটক আসবেন।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘রমজান মাসের প্রথম দিকে পর্যটক তুলনামূলক অনেকটাই কম থাকে। বর্তমানেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে আমরা ১০ থেকে ১৫ রমজানে কিছু বুকিং পেয়েছি। ঈদে লম্বা বন্ধ থাকায় ভালো একটা বুকিং পেতে শুরু করেছি।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, ‘কুয়াকাটায় পর্যটক নেই, তবে আমাদের টহল টিম এখনো সৈকতে দায়িত্ব পালন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত