Ajker Patrika

খাবারের কষ্ট থেকে মুক্তি চান তাঁরা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ২৫
খাবারের কষ্ট থেকে মুক্তি চান তাঁরা

পাঁচ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। দৈনিক মজুরিতে শ্রম বিক্রি করে চলত তাঁদের সাত সদস্যের সংসার। মেয়েরা বড় হয়েছেন। দিয়েছেন বিয়ে। তাঁরা যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত। শফিউদ্দিন বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ। সঙ্গে শ্বাসকষ্টে কাবু। ফলে শ্রমিকের কাজ করতে পারেন না। চুলাও জ্বলে না নিয়মিত। প্রতিবেশীদের কাছ থেকে যেদিন কিছু পান, সেদিন পেটে কিছু পড়ে। না পেলে কখনো কখনো অনাহারে থাকতে হয় ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাংগাদেউলা গ্রামের শফিজ উদ্দিন (৬৩) ও রিজিয়া বেগম (৫০) দম্পতির।

বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতাও হয়নি তাঁদের। ফলে আবেদনও করতে পারছেন না এ দম্পতি। টিসিবির কার্ডও পাননি তাঁরা।

জানা গেছে, শফিজ উদ্দিনের পাঁচ মেয়ের চার মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে বরিশালে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাঁর সাপ্তাহিক আয় ১ হাজার ৮০০ টাকা। সে হিসেবে মাসিক আয় ৭ হাজার ২০০ টাকা। এ স্বল্প আয় থেকেই বৃদ্ধ বাবা-মায়ের জন্য কিছু টাকা পাঠান তিনি। সে টাকা দিয়ে সংসার চলছে না এ বৃদ্ধ দম্পতির।

সম্প্রতি শফিজ সড়ক দুর্ঘটনায় আহত হন। সঙ্গে শ্বাসকষ্ট তো রয়েছেন। স্ত্রী রিজিয়া বেগমও বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিবেশীরা যা দেন তা খেয়েই কোনোমতে বেঁচে আছেন এই দম্পতি। থাকার ঘরটিও জীর্ণ-শীর্ণ।

কান্নাজড়িত কণ্ঠে শফিজ উদ্দিন বলেন, ‘এই বৃদ্ধ বয়সে কিছু করতে পারছি না। আমরা কোনো ভাতা পাচ্ছি না। একটা টিসিবির কার্ড করে দিয়েছে। কিন্তু টাকা না থাকায় মালামাল কিনতে পারিনি। আজকে যে রান্না করব, ঘরে চাল নাই।’

শফিজ উদ্দিন আরও বলেন, ‘প্রতিবেশীরা খুব ভালো। তাঁরা আমাগোরে খাওন দিয়া যায়, আমরা হেইয়া খাইয়া থাহি।’

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লাভলু বলেন, ‘(আমার ওয়ার্ডে) এ রকম অসহায় লোক আছেন, সেটা আমার জানা নেই। তবে তাঁরা যদি টিসিবির কার্ড না পেয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা করা হবে।’

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবির কার্ডপ্রাপ্তদের তালিকা করানো হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি বাদ পড়েন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত