Ajker Patrika

আগৈলঝাড়ায় ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১২: ২০
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি ইটের সলিং উঠে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে অনেক বছর ধরে ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সাইদ মিয়ার বাড়ির সামনে থেকে নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দিয়ো শতাধিক মানুষের চলাচল। এর বড় একটি অংশ এখন ভেঙে গেছে। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইদ মিয়া জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এলাকার লোকজনের চলাফেরায় খুব সমস্যা হচ্ছে। রাতে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বেশি।

ভ্যান চালক জলিল সরদার বলেন, ‘এ রাস্তাটি দেখার যেন কেউ নেই। প্রতিদিন এটা দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে লোকজন দুর্ঘটনার পড়ে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা, পায়ে হেঁটে চলাই কষ্ট। তারপর আবার ভ্যানে কীভাবে মানুষ নিয়ে চলাচল করব?’

স্থানীয় বাসিন্দা হাফিজুল দাড়িয়া জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় ঘুরে যাতায়াত করতে হওয়ায় বাড়তি ভাড়া গুনতে হয়।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের। দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষার্থীরা যেতে পারে না।

ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী জরিনা আক্তার, রায়হান সরদার, সবুজ সিকদার বলে, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙে গর্ত হয়ে গেছে। স্কুলে যেতে খুব কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সড়কের কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত