বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
সিলেট ও সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানিবন্দী মানুষকে উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও বিজিবি সদস্যদের কার্যক্রম অব্যাহত রয়েছে।