Ajker Patrika

বন্যার সময় সরকারকে অর্থ অপচয় বন্ধ করার আহ্বান ডা. জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১৫: ৪২
বন্যার সময় সরকারকে অর্থ অপচয় বন্ধ করার আহ্বান ডা. জাফরুল্লাহর

বন্যার সময় সরকারকে সব ধরনের প্রাচুর্য অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত মানবিক সংকট মোকাবিলায় সর্বোচ্চ অর্থ ও খাদ্য বরাদ্দের দাবিতে নাগরিক সংলাপে এ কথা বলেন তিনি। 

প্রধান আলোচকের বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু করে খুব ভালো কাজ করেছেন, কিন্তু তার উদ্বোধনের জন্য ওপারে ১০ লাখ লোকের সমাবেশ করে টাকার অপচয় করিয়েন না। ওই টাকাটা দিয়ে দরিদ্র মানুষের ঈদটাকে ভালোভাবে করতে দেন। দশ লক্ষ লোকের ঈদের কয়েকটা দিন কমপক্ষে ভালো করে যাবে।’ 

গণস্বাস্থ্যের ট্রাস্টি আরও বলেন, ‘শুধু ভালো কাজ করলেই হয় না। ভালো কাজের সুফলটা যেন বৃহত্তর জনগোষ্ঠী পায়, সেই ব্যবস্থা করতে হয়। পদ্মা সেতু করেছেন ভালো হয়েছে। কিন্তু লাভটা কার হয়েছে, বড় প্রতিষ্ঠানের? একটা অ্যাম্বুলেন্স সেতু দিয়ে যেতে হলে টোল দিতে হবে দ্বিগুণ হারে।’ 

‘বন্যা আসতেই পারে, কিন্তু বাংলাদেশকে না জানিয়ে, সতর্ক না করে ভারত সব গেট খুলে দিয়েছে। এটা একটা আন্তর্জাতিক অপরাধ করেছে তারা। এই সব জায়গায় যে কূটনৈতিকতার দরকার ছিল, তা আমরা পালন করি নাই। বরং এবারের বাজেটে পররাষ্ট্রবীদের উন্নয়নে অর্থ ব্যয় কমানো হয়েছে। তিস্তা চুক্তি না হলে ভারতের সঙ্গে সব সম্পর্ক বন্ধ রাখা উচিত এবং ভারতের সব বাঁধ সম্পর্কে যত দিন তারা বাংলাদেশকে তথ্য না দেবে, তত দিন তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার জায়গা নেই’ বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী। 

অর্থমন্ত্রীর চাকরি অনেক দিন থাকবে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাজেট বইয়ে ১০ শতাংশই তিনি ব্যয় করেছেন প্রধানমন্ত্রীর স্তুতি গেয়ে। সুতরাং ওনার অনেক দিন চাকরি থাকবে।’ 

বাংলাদেশে দারিদ্র্য বাড়ার অন্যতম কারণ স্বাস্থ্যসেবায় অব্যবস্থা বলেও দাবি করেন ডা. জাফরুল্লাহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত