আজকের পত্রিকা ডেস্ক
ব্যস্ত রাস্তায় হুডের নিচে থেকে হঠাৎ আফ্রো চুল বের করে নাচা-নাচি করেন জার্মান টিকটকার নোয়েল রবিনসন। নোয়েলের আফ্রো চুলের স্টাইল দেখানোর এই বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফি তাঁকে বিশ্বজুড়ে এনে দিয়েছে জনপ্রিয়তা। তবে এবার এমন কর্মকাণ্ডের জন্য পুলিশের হাতে আটক হতে হয়েছে নোয়েলকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) রাস্তায় নেচে ভিডিও বানানোর সময় অনুমতি না থাকায় বেঙ্গালুরুতে আটক হয়েছিলেন জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসন। ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও ধারণ করার সময় তাঁর চারপাশে বিশাল ভিড় জমে গিয়েছিল। এই বিষয়টি জননিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করায় তাঁকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনকে প্রায় ১৫ মিনিটের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য তাঁকে জরিমানা করা হয়।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েল। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার তাঁকে একটি পুলিশ গাড়িতে তোলার সময় তাঁর মাথা গাড়ির দরজায় লেগে যাচ্ছিল।
অবশ্য নোয়েল রবিনসন পরে ইনস্টাগ্রামে জানান, তিনি নিরাপদে আছেন। তিনি বলেন, ‘এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো! আমি ভয় পেয়েছিলাম যে, তারা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্যক্রমে সবকিছু ঠিক ছিল। আমি নিরাপদ আছি এবং আমি ভারতকে ভালোবাসি।’
এই অভিজ্ঞতার পরেও রবিনসন তাঁর ভক্তদের আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক আছে। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। তিনি বলেন, ‘বন্ধুরা, মন খারাপ করো না! এমনটা যেকোনো দেশেই ঘটতে পারে! এটা শুধু ভারতের বিষয় নয়! এমন একটি ছোট ঘটনা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।’
উল্লেখ্য, ভারতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও করার সময় আটক করেছিল পুলিশ। তাঁর বিরুদ্দেও একই অভিযোগ আনা হয়েছিল।
নোয়েল রবিনসন একজন জার্মান টিকটক তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং নৃত্যশিল্পী। বিশ্বজুড়ে রয়েছে তাঁর বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার রয়েছে। ২০০১ সালে জন্ম নেওয়া রবিনসনের মধ্যে নাইজেরিয়ান শিকড় রয়েছে। তবে তিনি তাঁর জার্মান মায়ের কাছে বড় হয়েছেন। প্রাণবন্ত নাচের ভিডিও, বিশেষ করে হুডের নিচে থেকে তাঁর আফ্রো চুলের স্টাইল দেখানোর বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফির জন্য তিনি বিখ্যাত।
নোয়েল সম্প্রতি বাংলাদেশেও এসেছিলেন। বেশ কয়েকজন শোবিজ তারকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে টিকটক ভিডিও তৈরি করেছেন।
ব্যস্ত রাস্তায় হুডের নিচে থেকে হঠাৎ আফ্রো চুল বের করে নাচা-নাচি করেন জার্মান টিকটকার নোয়েল রবিনসন। নোয়েলের আফ্রো চুলের স্টাইল দেখানোর এই বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফি তাঁকে বিশ্বজুড়ে এনে দিয়েছে জনপ্রিয়তা। তবে এবার এমন কর্মকাণ্ডের জন্য পুলিশের হাতে আটক হতে হয়েছে নোয়েলকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) রাস্তায় নেচে ভিডিও বানানোর সময় অনুমতি না থাকায় বেঙ্গালুরুতে আটক হয়েছিলেন জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসন। ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও ধারণ করার সময় তাঁর চারপাশে বিশাল ভিড় জমে গিয়েছিল। এই বিষয়টি জননিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করায় তাঁকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনকে প্রায় ১৫ মিনিটের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য তাঁকে জরিমানা করা হয়।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েল। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার তাঁকে একটি পুলিশ গাড়িতে তোলার সময় তাঁর মাথা গাড়ির দরজায় লেগে যাচ্ছিল।
অবশ্য নোয়েল রবিনসন পরে ইনস্টাগ্রামে জানান, তিনি নিরাপদে আছেন। তিনি বলেন, ‘এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো! আমি ভয় পেয়েছিলাম যে, তারা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্যক্রমে সবকিছু ঠিক ছিল। আমি নিরাপদ আছি এবং আমি ভারতকে ভালোবাসি।’
এই অভিজ্ঞতার পরেও রবিনসন তাঁর ভক্তদের আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক আছে। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। তিনি বলেন, ‘বন্ধুরা, মন খারাপ করো না! এমনটা যেকোনো দেশেই ঘটতে পারে! এটা শুধু ভারতের বিষয় নয়! এমন একটি ছোট ঘটনা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।’
উল্লেখ্য, ভারতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও করার সময় আটক করেছিল পুলিশ। তাঁর বিরুদ্দেও একই অভিযোগ আনা হয়েছিল।
নোয়েল রবিনসন একজন জার্মান টিকটক তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং নৃত্যশিল্পী। বিশ্বজুড়ে রয়েছে তাঁর বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার রয়েছে। ২০০১ সালে জন্ম নেওয়া রবিনসনের মধ্যে নাইজেরিয়ান শিকড় রয়েছে। তবে তিনি তাঁর জার্মান মায়ের কাছে বড় হয়েছেন। প্রাণবন্ত নাচের ভিডিও, বিশেষ করে হুডের নিচে থেকে তাঁর আফ্রো চুলের স্টাইল দেখানোর বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফির জন্য তিনি বিখ্যাত।
নোয়েল সম্প্রতি বাংলাদেশেও এসেছিলেন। বেশ কয়েকজন শোবিজ তারকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে টিকটক ভিডিও তৈরি করেছেন।
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
১ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
১ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
২ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
২ ঘণ্টা আগে