Ajker Patrika

শাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭: ০৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে পানিতে ডুবে দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে পানিতে ডুবে দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকার বায়েজিদ (২৬) এবং টেপির বাড়ি এলাকার নুরে আলমের একমাত্র ছেলে মাহিম (১৬)।

স্থানীয়রা জানান, পাঁচুয়া গ্রামে কয়েকটি বিলে প্রতিবছর শাপলা ফোটে। কয়েক বছর ধরে সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে শ্রীপুর থেকে দুটি মোটরসাইকেলে পাঁচজন গ্ৰামের একটি বিলে ঘুরতে আসেন। তাঁরা ছোট একটি নৌকায় উঠে বিলে ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকায় ভারসাম্য হারিয়ে দুজন বিলের পানিতে পড়ে তলিয়ে যান।

এ সময় সঙ্গে থাকা অন্যরা ও স্থানীয় কয়েকজন তাঁদের খুঁজতে নামেন। কিছুক্ষণের মধ্যে দুজনকেই উদ্ধার করা হয়। তবে তাঁদের মধ্যে বায়েজিদ ঘটনাস্থলে মারা যান। মাহিমকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপর আহত তিনজন হলেন মামুন, আকাশ ও তুহিন। তাঁরা সবাই শ্রীপুর এলাকার বাসিন্দা। মামুন বলেন, ‘আকাশ নৌকা ভাড়া করে। ছোট নৌকায় তারা পাঁচজন একসঙ্গে ওঠেন। নৌকার মাঝি তাদের নিয়ে শাপলা বিলের মাঝ দিকে যেতে শুরু করেন। মাহিম শাপলা তুলতে গেলে নৌকা একদিকে কাত হয়ে তলিয়ে যায়। সেই সঙ্গে মাহিম ও বায়েজিদ বিলের পানিতে তলিয়ে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। বায়েজিদ ও মাহিমকে খুঁজে পেতে সময় লাগে। পরে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. সামিয়া জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত