Ajker Patrika

পানিবন্দী তিন লাখ মানুষ শহর রক্ষায় নানা উদ্যোগ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৪: ১৯
পানিবন্দী তিন লাখ মানুষ   শহর রক্ষায় নানা উদ্যোগ

টানা বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে সিলেট-সুনামগঞ্জের পর মৌলভীবাজারে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। জেলার ৫০টি ইউনিয়নের ৫ শতাধিক গ্রামের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বসতঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়েছে।

এদিকে বন্যার কবল থেকে শহর রক্ষায় পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ২০১৮ সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে মৌলভীবাজার। ওই সময় মনু নদের পাড় ভেঙে শহরে ঢোকে পানি, বর্তমান সিলেট-সুনামগঞ্জের মতো ভয়াবহ বন্যা হয়েছিল। সেই উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটছে পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারবাসীর।

মঙ্গলবার শহরের চাঁদনীঘাট এলাকায় দেখা যায়, শহর রক্ষায় ৫০ শ্রমিক কাজ করছেন। মনু নদের শহর অংশের যে স্থান ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে, সেই সব স্থান চিহ্নিত করে বস্তার ভেতর বালু ঢুকিয়ে সেখানে ফেলা হচ্ছে।

দিনমজুর আনকার আলী বলেন, ‘চার দিন ধরে নদের তীরের বাঁধ মেরামত করছি।’

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, ‘গত সোমবার মনু নদের পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে গতকাল মঙ্গলবার বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানের ঢলে পানি এভাবে বাড়বে-কমবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উদ্বেগে নির্ঘুম রাত কাটছে শহরবাসীর। দুপুরের পর থেকে পানি কমছে—এ তথ্য নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু বলেন, ‘পাউবো নিয়োজিত শ্রমিকদের সহযোগিতায় বালুর বস্তাগুলো বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে ফেলা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীসহ আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি।’

জেলা প্রশাসন সূত্রমতে, জেলায় প্রায় ৫০টি ইউনিয়নের অর্ধশত গ্রামের ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ১০১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১৫ হাজার মানুষ বসবাস করছে। ৬০টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় কর্মরত রয়েছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘মৌলভীবাজার শহর এখনো ঝুঁকিমুক্ত। আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং পরিদর্শন করছি।’

মেয়র জানান, টানা ভারী বর্ষণে ঝুঁকিপূর্ণ মনু নদের বাঁধসংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো. জাকারিয়া, পাউবোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মুহাম্মদ আক্তারুজ্জামানসহ পৌরসভার কাউন্সিলররা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘মৌলভীবাজার শহরে বন্যার কবলে পড়ার শঙ্কা নেই। যদি উজান থেকে বড় ঢল আসে, তখন কিছু করার থাকবে না। কারণ, বিষয়টি প্রাকৃতিক। তবে আমাদের সার্বিক চেষ্টা থাকবে যেকোনো উপায়ে শহর রক্ষা করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত