বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পর্যন্ত উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পরিবারগুলো।
পানিবন্দী মানুষ কর্মহীন হয়ে পাড়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলছে। নিম্ন আয়ের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিনাতিপাত করছে তারা। সব মিলিয়ে চলতি বন্যায় অনেকটাই বিপাকে পড়েছে পানিবন্দী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষ ছিল চরম দুর্ভোগে। এদিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া, কতুবেরচর, চর আইরমারী, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রাম, টুপকার চর এবং নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা ও কুশলনগর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার নদীভাঙন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অন্যরা।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, তাঁর ইউনিয়নের বাংগালপাড়া, আইরমারী ও কতুবেরচর গ্রামে গত সাত দিনে জিঞ্জিরাম ও দশানী নদীভাঙনে ২০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার এসব পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। বসতভিটা হারিয়ে নিম্ন আয়ের এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কুশলনগর, সাজিমারা, আইরমারী, বাংগালপাড়া এলাকায় দশানী ও জিঞ্জিরাম নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ার আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা।
নিলক্ষীয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, কুশলনগর ও সাজিমারায় নদীভাঙনে ১০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনের শিকার ও পানিবন্দী পরিবারগুলোকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে বন্যাদুর্গত এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পর্যন্ত উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পরিবারগুলো।
পানিবন্দী মানুষ কর্মহীন হয়ে পাড়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলছে। নিম্ন আয়ের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিনাতিপাত করছে তারা। সব মিলিয়ে চলতি বন্যায় অনেকটাই বিপাকে পড়েছে পানিবন্দী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষ ছিল চরম দুর্ভোগে। এদিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া, কতুবেরচর, চর আইরমারী, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রাম, টুপকার চর এবং নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা ও কুশলনগর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার নদীভাঙন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অন্যরা।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, তাঁর ইউনিয়নের বাংগালপাড়া, আইরমারী ও কতুবেরচর গ্রামে গত সাত দিনে জিঞ্জিরাম ও দশানী নদীভাঙনে ২০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার এসব পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। বসতভিটা হারিয়ে নিম্ন আয়ের এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কুশলনগর, সাজিমারা, আইরমারী, বাংগালপাড়া এলাকায় দশানী ও জিঞ্জিরাম নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ার আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা।
নিলক্ষীয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, কুশলনগর ও সাজিমারায় নদীভাঙনে ১০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনের শিকার ও পানিবন্দী পরিবারগুলোকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে বন্যাদুর্গত এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
২ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
২৬ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৩৮ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে