Ajker Patrika

ভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী ও রুমেলিয়া সিরাজাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত যুবকেরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজীব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। তাঁদের শনিবার সকালে তরুণীর অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এক তরুণী চট্টগ্রামে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পড়েন। বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই তরুণী। স্টেশনে নেমে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানান।

রেলওয়ে পুলিশ দুলাল নামের এক অটোরিকশাচালককে ওই তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বলে। এই সুযোগে দুলাল তাঁকে নিয়ে ধর্ষণ করেন। পরে আরও দুজন তাঁকে ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে পালিয়ে যান।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা থানার পুলিশকে অবগত করি। পরে আমাদের সহযোগিতায় পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে।’

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই তরুণী তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত