Ajker Patrika

ঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীদের তুলে ধরা সাত দফা দাবি হলো—

১. ছাত্রদের মৌলিক অধিকার আবাসন সংকট দূর করে পর্যাপ্ত পরিমাণে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।

২. শিক্ষার্থীদের জন্য স্থায়ী ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ।

৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা এবং ভর্তুকি প্রদানের যথাযথ ব্যবস্থা করা।

৪. ক্যাম্পাসে অবস্থিত স্বৈরাচারের নির্মম স্মৃতিচিহ্ন অস্থায়ী আদালত অবিলম্বে মাদ্রাসার জায়গা স্থানান্তর করতে হবে।

৫. মাঠটি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের জন্য উপযুক্ত করে উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করা।

৬. দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. উপর্যুক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তা ছাত্রসমাজের সামনে প্রকাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত