বেড়েছে তালশাঁসের কদর
জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন জনবহুল স্থান এবং প্রধান সড়কে কচি তালশাঁসের কদর বেড়েছে। আম, কাঁঠাল ও লিচুর এ ভরা মৌসুমে বাজারে দেদার বিক্রি হচ্ছে তালশাঁস। তাই বিভিন্ন বয়সী মানুষ তালশাঁস খাওয়ার জন্য ভিড় করছেন।