Ajker Patrika

ভাটার ধোঁয়ায় পুড়ল ধান মালিককে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৬: ২৫
ভাটার ধোঁয়ায় পুড়ল ধান মালিককে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৫০ কৃষকের অন্তত ৮০ বিঘার ধান নষ্ট হয়েছে। এ ঘটনায় সিরাত ব্রিকস ফিল্ডের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার পর্যন্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। গত সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক খান এই জরিমানা করেন। এদিকে ইটভাটার মালিক বলছেন, তাঁর নয়। এলাকার অন্য ইটভাটার ধোঁয়ায় ধান নষ্ট হয়েছে।

জানা গেছে, রোববার বিকেলে কৃষকেরা তাঁদের জমিতে গিয়ে দেখতে পান ওই ইটভাটার বিষাক্ত গ্যাস মিশ্রিত ধোঁয়ায় প্রায় ৮০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এ নিয়ে সোমবার দুপুরে ওই ইটভাটার মালিক শফিকুল ইসলাম শিনু এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বৈঠক হয়। সেখানে ক্ষতির কথা অস্বীকার করেছেন ইটভাটার মালিক। এদিকে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ শুরু করেছে উপজেলা কৃষি অফিস।

কৃষক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চার বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান পেকেছিল। কয়েক দিনের মধ্যে সেগুলো কেটে ঘরে তুলতাম। ওই ইটভাটা থেকে বিষাক্ত গ্যাস মিশ্রিত ধোঁয়া ছেড়েছিল। সে ধোঁয়ায় রোববার বিকেলে মাঠের সম্পূর্ণ ফসল পুড়ে গেছে। কিন্তু ইটভাটার মালিক ক্ষতিপূরণ দিতে রাজি হননি।’

গ্রামের আরেক কৃষক শাহ আলম বলেন, ‘ইটভাটার মালিক ফসলের ক্ষতিপূরণ না দিয়ে টালবাহানা করছেন। আমি এর বিচার চাই।’

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ওই ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়ায় মাঠের কমপক্ষে ৫০ জন কৃষকের প্রায় ৮০ বিঘার ফসল নষ্ট হয়েছে। এমনকি মালিক ওই ইটভাটার জন্য ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নেননি।

ইটভাটার মালিক শফিকুল ইসলাম শিনু বলেন, ‘এখানে আরও ইটভাটা রয়েছে। আমার ইটভাটার গ্যাসে কারও ফসলের ক্ষতি হয়নি।’

উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম বলেন, বিষয়টি নিয়ে উপজেলা কৃষি অফিস কাজ করছে। এখন পর্যন্ত ৬০ বিঘা জমির হিসাব পাওয়া গেছে। প্রতি বিঘায় কমপক্ষে ২০ মণ করে ধান হয়। প্রতি মণ ধান কমপক্ষে ১ হাজার ১০০ টাকা করে বাজারদর রয়েছে। আগামীকাল (আজ) বুধবারের মধ্যে ক্ষতি নিরূপণ করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ বলেন, ‘সোমবার বিকেলে ওই ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক খান। এ সময় আমিও উপস্থিত ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত