Ajker Patrika

যমুনায় পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৮: ০৮
যমুনায় পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদীভাঙন অব্যাহত রয়েছে। ১৮ মে থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। এতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে যায় বোরো ধান, আখ, বাদামসহ বিভিন্ন ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা। গত সোমবার থেকে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানি কমতে শুরু করে।

তিন দিনে ১ দশমিক ১২ সেন্টিমিটার পানি কমেছে। তবে পানি কমলেও ভাঙন অব্যাহত রয়েছে। গত বছরের ২৯ জুন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ১৫০ মিটার ধস নামে। ধসে যাওয়া বাঁধ সংস্কার শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি ও জালালপুরে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের আশঙ্কায় অনেকে ঘরবাড়ি, আসবাব অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ছাড়া কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া এলাকাও ভাঙন চলছে। ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। 
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাটপাচিল পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজের জন্য সাড়ে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার (১৩.৩৫)। তিন ধরে এই পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ২৩ মে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৩২ সেন্টিমিটার; যা বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

২৪ মে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ২৫ সেন্টিমিটার। এটি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৫ মে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ সেন্টিমিটার; যা বিপৎসীমার ১৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল বৃহস্পতিবার পানি রেকর্ড করা হয় ১১ দশমিক ৮৮ সেন্টিমিটার; যা বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। প্রতিদিন সকাল ৬টার সময় এ রেকর্ড করা হয়েছে। প্রতিদিন পানি কমতে শুরু করলেও ভাঙন অব্যাহত রয়েছে বলে জানান হাসানুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত