বগুড়া প্রতিনিধি
পরিবেশ অস্বাস্থ্যকর, নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দই ও মুড়ি উৎপাদন করে আসছে দুই প্রতিষ্ঠান। এ ছাড়া এক ফিলিং স্টেশনে পেট্রল ও ডিজেল ওজনে দেওয়া হচ্ছিল কম। বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনলেন সেই সব ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় সোমবার বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলা অভিযানে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান এবং এক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং একই কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ আজকের পত্রিকাকে জানান, শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে দই উৎপাদন ও বিক্রি করে আসছিল মেসার্স ‘ভাই ভাই দই ঘর’। একই এলাকায় ‘মেসার্স পলক অটো মুড়ি মিল’ নামের আরেক প্রতিষ্ঠান উৎপাদন করে আসছিল মুড়ি। এ দুই প্রতিষ্ঠানেরই ছিল না বিএসটিআইয়ের গুণগত মান সনদ।
এ ছাড়া প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করা হচ্ছিল। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুনায়েদ আহমেদ আরও জানান, একই উপজেলার আরেক অভিযানে নয়মাইল এলাকায় মেসার্স ফারহান ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে পেট্রল-ডিজেল পরিমাপে কম দেওয়া হচ্ছিল। জ্বালানি তেলের ওই পাম্পটিতে প্রতি ১০ লিটার পেট্রলে ১৬০ ও একই পরিমাণ ডিজেলে ৮০ মিলিমিটার কম পাওয়া যায়।
অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
পরিবেশ অস্বাস্থ্যকর, নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দই ও মুড়ি উৎপাদন করে আসছে দুই প্রতিষ্ঠান। এ ছাড়া এক ফিলিং স্টেশনে পেট্রল ও ডিজেল ওজনে দেওয়া হচ্ছিল কম। বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনলেন সেই সব ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় সোমবার বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলা অভিযানে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান এবং এক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং একই কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ আজকের পত্রিকাকে জানান, শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে দই উৎপাদন ও বিক্রি করে আসছিল মেসার্স ‘ভাই ভাই দই ঘর’। একই এলাকায় ‘মেসার্স পলক অটো মুড়ি মিল’ নামের আরেক প্রতিষ্ঠান উৎপাদন করে আসছিল মুড়ি। এ দুই প্রতিষ্ঠানেরই ছিল না বিএসটিআইয়ের গুণগত মান সনদ।
এ ছাড়া প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করা হচ্ছিল। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুনায়েদ আহমেদ আরও জানান, একই উপজেলার আরেক অভিযানে নয়মাইল এলাকায় মেসার্স ফারহান ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে পেট্রল-ডিজেল পরিমাপে কম দেওয়া হচ্ছিল। জ্বালানি তেলের ওই পাম্পটিতে প্রতি ১০ লিটার পেট্রলে ১৬০ ও একই পরিমাণ ডিজেলে ৮০ মিলিমিটার কম পাওয়া যায়।
অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪