কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সত্তরোর্ধ্ব ছেবারন বেওয়া। পাঁচ সন্তান তাঁর। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আরেক মেয়ে চিরবিদায় নিয়েছেন আগেই। ছেলেকেও বিয়ে দিয়েছেন। বৃদ্ধ স্বামী শেষ বিদায় নেওয়ার পরই শুরু হয় ছেলে আর বউয়ের নানা নির্যাতন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজীপুর থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন।
পুলিশ বলছে, ছেলের বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছেবারন বেওয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের প্রয়াত মেছের আলী ওরফে মেছুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেবারন বেওয়ার স্বামী মারা যাওয়ার পর থেকেই ছেলে ও ছেলের বউ নির্যাতন করতে থাকেন তাঁকে। বৃদ্ধা মাকে ভরণপোষণ দেন না ছেলে আসাদুল ইসলাম। এদিকে সুযোগ পেলেই গায়ে হাত তোলেন ছেলের বউ চুম্বুলী। ছেলের ঘরে থাকার জায়গাও পাননি তিনি। তাই তাঁর মেয়ে একটি ঘর তুলে দিয়েছেন মাথা গোঁজার জন্য।
ছেবারন বেওয়া বলেন, ‘আমার ব্যাটা আসাদুল আমাক ভাত কাপড় দেয় না। মধ্যেমধ্যে ব্যাটার বউ চুম্বুলী আমাক ধইরা মারে। আমি এতো নির্যাতন সহ্য কইরবার পারতেছি না। তাই আইজকা থানাত গেছিলাম। পুলিশের কাছে বিচার দিবার।’
ছেবারন বেওয়া আরও বলেন, ‘ওসি সাহেব আমাক টাকা দিছে, খাইবার দিছে, কাপড় কিনা দিছে। আমাক সাথে নিয়া বাড়িত রাইখা গ্যাছে। আর ব্যাটার ভউয়েক বইলা গ্যাছে আমাক ভাত কাপড় দিবার।’
ছেবারনের ছেলের বউ চুম্বুলী বলেন, ‘ভুল বুইঝবার পারছি। পুলিশ আইসা সতর্ক কইরা গ্যাছে। আমার শ্বড়িক আর কষ্ট দিমু না।’
স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ছেবারনকে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। তাঁর ছেলে আর ছেলের বউ ভাত কাপড়, থাকার জায়গা দেয় না। এ নিয়ে অনেকবার তাঁর ছেলেকে বলা হয়েছে কিন্তু কাজ হয়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, সকালে ওই বৃদ্ধা পুরোনো একটি ছেঁড়া কাপড় পরে থানায় আসেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করে বিষয়গুলো খুলে বলেন। ছেবারনের ছেলে বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সত্তরোর্ধ্ব ছেবারন বেওয়া। পাঁচ সন্তান তাঁর। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আরেক মেয়ে চিরবিদায় নিয়েছেন আগেই। ছেলেকেও বিয়ে দিয়েছেন। বৃদ্ধ স্বামী শেষ বিদায় নেওয়ার পরই শুরু হয় ছেলে আর বউয়ের নানা নির্যাতন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজীপুর থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন।
পুলিশ বলছে, ছেলের বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছেবারন বেওয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের প্রয়াত মেছের আলী ওরফে মেছুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেবারন বেওয়ার স্বামী মারা যাওয়ার পর থেকেই ছেলে ও ছেলের বউ নির্যাতন করতে থাকেন তাঁকে। বৃদ্ধা মাকে ভরণপোষণ দেন না ছেলে আসাদুল ইসলাম। এদিকে সুযোগ পেলেই গায়ে হাত তোলেন ছেলের বউ চুম্বুলী। ছেলের ঘরে থাকার জায়গাও পাননি তিনি। তাই তাঁর মেয়ে একটি ঘর তুলে দিয়েছেন মাথা গোঁজার জন্য।
ছেবারন বেওয়া বলেন, ‘আমার ব্যাটা আসাদুল আমাক ভাত কাপড় দেয় না। মধ্যেমধ্যে ব্যাটার বউ চুম্বুলী আমাক ধইরা মারে। আমি এতো নির্যাতন সহ্য কইরবার পারতেছি না। তাই আইজকা থানাত গেছিলাম। পুলিশের কাছে বিচার দিবার।’
ছেবারন বেওয়া আরও বলেন, ‘ওসি সাহেব আমাক টাকা দিছে, খাইবার দিছে, কাপড় কিনা দিছে। আমাক সাথে নিয়া বাড়িত রাইখা গ্যাছে। আর ব্যাটার ভউয়েক বইলা গ্যাছে আমাক ভাত কাপড় দিবার।’
ছেবারনের ছেলের বউ চুম্বুলী বলেন, ‘ভুল বুইঝবার পারছি। পুলিশ আইসা সতর্ক কইরা গ্যাছে। আমার শ্বড়িক আর কষ্ট দিমু না।’
স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ছেবারনকে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। তাঁর ছেলে আর ছেলের বউ ভাত কাপড়, থাকার জায়গা দেয় না। এ নিয়ে অনেকবার তাঁর ছেলেকে বলা হয়েছে কিন্তু কাজ হয়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, সকালে ওই বৃদ্ধা পুরোনো একটি ছেঁড়া কাপড় পরে থানায় আসেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করে বিষয়গুলো খুলে বলেন। ছেবারনের ছেলে বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫